Country

13 hours ago

Anurag Thakur: রিমোট কন্ট্রোলের মাধ্যমে চলছে পঞ্জাব সরকার : অনুরাগ ঠাকুর

Anurag Thakur
Anurag Thakur

 

নয়াদিল্লি : গুঞ্জন শোনা যাচ্ছে রাজ্যসভায় যেতে পারেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এই গুঞ্জনের প্রেক্ষিতে বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর বলেছেন, পঞ্জাব সরকার রিমোট কন্ট্রোলের মাধ্যমে চলছে। সুতরাং, আমি পঞ্জাবের জনগণকে জিজ্ঞাসা করতে চাই - আপনারা কি অরবিন্দ কেজরিওয়ালকে পঞ্জাবের সাংসদ হিসেবে চান, যিনি রিমোট কন্ট্রোলের মাধ্যমে রাজ্য সরকার পরিচালনা করেন।

দিল্লি বিধানসভায় ক্যাগ রিপোর্ট পেশ প্রসঙ্গে অনুরাগ বলেছেন, আমি শুধু বলতে চাই, ১৪টি ক্যাগ রিপোর্ট বিধানসভায় পেশ করা থেকে বিরত ছিল। এএপি এবং অরবিন্দ কেজরিওয়াল দেখতে চেয়েছিলেন, তাঁদের দুর্নীতি যেন বিশ্বের সামনে প্রকাশ না হয় এবং আলোচনা না হয়। এখন, তা বিশ্বের সামনে এসেছে এবং দিল্লি বিধানসভায় পেশ করা হয়েছে।"

You might also like!