নয়াদিল্লি, ১০ আগস্ট : রাজধানী দিল্লিতে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে একজনের, এছাড়াও একজন গুরুতর আহত হয়েছেন। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে ১১ মূর্তি রোডে। ঘাতক গাড়ির চালককে ইতিমধ্যেই পাকড়াও করেছে পুলিশ।
দিল্লি পুলিশ জানিয়েছে, রবিবার সকালে ১১ মূর্তি রোডে গাড়ি দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়, গাড়িটি গাজিয়াবাদের অহিংসা খন্ডের বাসিন্দা অঙ্কিত আদনানির নামে রেজিস্ট্রেশন করা আছে। তিনি নিজের গাড়িটি তার বন্ধু ২৬ বছর বয়সী আশিসকে দিয়েছিলেন। আশিষ রবিবার সকালে ধৌলা কুয়ান থেকে শকরপুরের দিকে আসছিলেন। শকরপুরের বাসিন্দা আশিষ। বর্তমানে আশিসের মেডিকেল পরীক্ষা চলছে।