Country

1 day ago

Uttar Pradesh Weather: শীতে কাঁপছে উত্তর প্রদেশের কনৌজ, জৌনপুরে কুয়াশায় দাপট

Kannauj in Uttar Pradesh cold  Weather
Kannauj in Uttar Pradesh cold Weather

 

লখনউ, ১৩ ডিসেম্বর : তীব্র শীতে কাঁপছে উত্তর প্রদেশে। একইসঙ্গে রয়েছে কুয়াশার দাপট। ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডার কারণে দৃশ্যমানতা শূন্যে নেমে যায় কনৌজে এবং ধীর গতিতে চলে যানবাহন। দীর্ঘস্থায়ী কুয়াশা আলু চাষীদের মধ্যে সম্ভাব্য ক্ষয়ক্ষতির দুঃশ্চিন্তা বাড়াচ্ছে। এদিন সকালে জৌনপুরে ঘন কুয়াশায় ঢেকে যায় রাস্তাঘাট, দৃশ্যমানতা প্রায় ১০ মিটারে নেমে আসে, দৃশ্যমানতার অভাবে ধীর গতিতে চলাচল করে যানবাহন। উত্তর প্রদেশের গাজীপুরেও দৃশ্যমানতা শূন্যে নেমে আসে, তবুও মানুষজনকে জরুরি কাজে বাইরে বের হতে দেখা যায়। ঘন কুয়াশা সত্ত্বেও স্কুলগামী শিশুরা স্কুলে যেতে বাধ্য হয়, আবার অন্যরা কাজের জন্য ঘর থেকে বের হন।

You might also like!