Country

13 hours ago

Jammu-srinagar Highway Closed: জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক এখনও বন্ধ, খুলে দেওয়া হল মুঘল রোড

Jammu-srinagar Highway Closed
Jammu-srinagar Highway Closed

 

জম্মু, ২৮ আগস্ট : অবিরাম বৃষ্টিপাতের জেরে বেশ কয়েকটি স্থান ক্ষতিগ্রস্ত হওয়ায় বৃহস্পতিবার জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ভূমিধস এবং রাস্তার ক্ষতির কারণে জাতীয় সড়ক এখন অনিরাপদ হয়ে পড়েছে, তাই মেরামতের কাজ চলছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাস্তা মেরামত হতে যথেষ্ট সময় লাগবে। একইসঙ্গে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মুঘল রোড উন্মুক্ত রয়েছে এবং যানবাহন চলাচলের জন্য বিকল্প রুট হিসেবে এটি ব্যবহার করা যেতে পারে। জম্মু ও কাশ্মীরের বৃহস্পতিবার আবহাওয়ার অনেকটাই উন্নতি হয়েছে। শ্রীনগরে ঝিলম নদীর জলস্তর কমেছে। তবে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এদিনও কাশ্মীরের বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্কুলগুলি বন্ধ রাখা হয়েছে।

You might also like!