
লখনউ, ১৫ ডিসেম্বর : কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তর প্রদেশ। শীতের পাশাপাশি বাড়ছে কুয়াশার দাপটও, ফলে কমছে দৃশ্যমানতা। সোমবার সকালে কুয়াশায় ঢেকে যায় তাজমহল। দূর থেকে তাজমহলকে দেখাই যাচ্ছিল না। স্থানীয়রা জানাচ্ছেন, "এখন খুব ঠান্ডা এবং ঘন কুয়াশার জন্য তাজমহলও দেখা যাচ্ছে না। কুয়াশা এত ঘন যে যানবাহনও স্পষ্টভাবে দেখা যাচ্ছে না।" এদিন সকালে প্রয়াগরাজ শহরেও শৈত্যপ্রবাহ অব্যাহত ছিল, ঘন কুয়াশার আস্তরণ ছিল সর্বত্র। কুয়াশার কারণে যানবাহন চলাচল প্রভাবিত হয়েছে। তাপমাত্রার পতন হয়েছে মোরাদাবাদ শহরেও। সেখানেও এদিন সকালে ঘন কুয়াশা ছিল। দৃশ্যমানতা কমে যায় অনেকটাই।
