Country

5 days ago

S Jaishankar: ২০২২ থেকে রাশিয়া সচেতনভাবে এশিয়ার দিকে আরও গভীর মনোনিবেশ করেছে : এস জয়শঙ্কর

S Jaishankar
S Jaishankar

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বিদেশ মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। তিনি \ মুম্বইতে ভারত-রাশিয়া বিজনেস ফোরামে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রথম উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্টুরভ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

এস জয়শঙ্কর বলেছেন, "রাশিয়া সচেতনভাবে ২০২২ সাল থেকে এশিয়ার উপর আরও গভীরভাবে মনোনিবেশ করেছে। রাশিয়া সহযোগিতার আরও অনেক পথ তৈরি করেছে। ডঃ জয়শঙ্কর বলেন, বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যের মূল্য ৬৬ বিলিয়ন ডলার। তিনি আশা ব্যক্ত করে বলেন, ২০৩০ সালের মধ্যে তা ১০০ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করবে।


You might also like!