Country

3 months ago

Assam flood:অসমে বন্যায় মৃত্যু বেড়ে ৬৬, গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদের জলস্তরে হ্রাস

Assam flood
Assam flood

 

গুয়াহাটি, ৮ জুলাই  : অসমে বন্যা ও অবিরাম বর্ষণে মৃতের সংখ্যা বেড়ে ৬৬ হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এরইমধ্যে স্বস্তির বিষয় হল, সোমবার সকালে গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদের জলস্তর কমেছে এবং এখন বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। অসমের ২৮টি জেলার প্রায় ২২ লক্ষ মানুষ বন্যার কবলে পড়েছেন। ৩৪০০টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে এবং ৬৮০০০ হেক্টরেরও বেশি জমির ফসল ক্ষতিগ্রস্ত।

এনডিআরএফ এবং এসডিআরএফ গত ২৪ ঘণ্টায় ২১৮ জনকে উদ্ধার করেছে। ব্রহ্মপুত্র, বরাক এবং তাদের সব শাখা নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে। গত ২৪ ঘণ্টায় ১৭২টি সড়ক ও ৬টি সেতু ছাড়াও অন্যান্য পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৫ লক্ষেরও বেশি গবাদি পশু ভেসে গেছে। ৫৩ হাজার মানুষ ২৬৯টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন । রাজ্য সরকার ৩৬১টি ত্রাণ বিতরণ কেন্দ্র খুলেছে।

You might also like!