Country

5 days ago

Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে

Amazon Invests Big in India
Amazon Invests Big in India

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভারতে বিরাট অর্থ লগ্নি করতে চলেছে আমাজন। ই-কমার্স জায়ান্ট সংস্থাটি মঙ্গলবার ঘোষণা করেছে যে, ২০৩০ সালের সময়ের মধ্যে তারা ভারতে তাদের সমগ্র ব্যবসায় ৩৫ বিলিয়ন ডলারের (ভারতীয় মুদ্রায় ৩১ লক্ষ কোটি টাকার) ঊর্ধ্ব বিনিয়োগ করবে। আমাজনের এই বিবৃতিতে জানানো হয়েছে যে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), রপ্তানি বাড়ানো এবং কর্মসংস্থান তৈরিতে মনোনিবেশ করা হবে। প্রসঙ্গত, এই দেশে সংস্থাটি ইতিপূর্বে ৪০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করে ফেলেছে।
বিগত ১৫ বছরে ভারতে যে প্রায় ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে আমাজন, জানা গিয়েছে যে তার উপর ভিত্তি করেই নতুন বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে। নয়াদিল্লিতে ষষ্ঠ আমাজন সম্ভব শীর্ষ সম্মেলনে নতুন বিনিয়োগের বিষয়টি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ভারতে আমাজনের অর্থনীতি বিষয়ক একটি রিপোর্ট প্রকাশ করে পরামর্শক সংস্থা কিস্টোন স্ট্র্যাটেজি। সেখানে বলা হয়, পরিকাঠামো উন্নয়ন, কর্মচারীদের আর্থিক সাহায্য-সহ ক্রমবর্ধমান বিনিয়োগে ভারতে বৃহত্তম বিদেশী বিনিয়োগকারী হয়ে উঠেছে আমাজন। ই-কমার্সে বৃহত্তম রপ্তানিকারী প্রতিষ্ঠান এবং দেশের মধ্যে কর্মসংস্থানেও সবার উপরে তারা বলে দাবি।
প্রসঙ্গত, ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে বিরাট বিনিয়োগ করতে চলেছে আরেক বিদেশি সংস্থা মাইক্রোসফট। বিশ্বের অন্যতম শীর্ষ টেক সজায়ান্ট সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে, ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে তারা। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১.৫ লক্ষ কোটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পর মঙ্গলবার এই ঘোষণা করেছেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা।

You might also like!