Country

1 week ago

One militant killed in an encounter: ফের সাফল্য কাশ্মীরে, বান্দিপোরায় গুলির লড়াইয়ে নিহত এক জঙ্গি

Another success in Kashmir, a militant killed in a shootout in Bandipora
Another success in Kashmir, a militant killed in a shootout in Bandipora

 

শ্রীনগর, ১৭ জুন: জম্মু ও কাশ্মীরে রবিবার রাতে নিরাপত্তারক্ষীদের গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়েছে। কাশ্মীরের বান্দিপোরার আরাগাম এলাকায় জঙ্গিদের খোঁজে গিয়েছিলেন নিরাপত্তারক্ষীরা। সেখানেই গুলির লড়াইয়ে জড়িয়ে পড়েন তাঁরা। গুলিবিদ্ধ হয়ে এক জঙ্গির মৃত্যু হয়েছে।

কাশ্মীর পুলিশ সূত্রে খবর, বান্দিপোরায় দু’জন জঙ্গি লুকিয়ে আছে বলে গোপন সূত্র মারফত খবর পেয়েছিলেন নিরাপত্তারক্ষীরা। রাতে সেখানে অভিযান চালানো হয়। জঙ্গিদের ডেরায় পৌঁছতেই শুরু হয় গুলির লড়াই। এনকাউন্টারে এক জনের মৃত্যু হয়। তবে দ্বিতীয় জনের খোঁজ পাওয়া যায়নি। সোমবার সকালেও ওই এলাকায় গুলির শব্দ শোনা যায়। চারিদিক থেকে ওই এলাকা ঘিরে রেখেছে সুরক্ষা বাহিনী।

You might also like!