নয়াদিল্লি, ১১ নভেম্বর : রাজধানী দিল্লিতে বায়ুদূষণের মধ্যেই যমুনার জলের খারাপ অবস্থা চিন্তা বাড়াচ্ছে রোজই। দিল্লিতে যমুনার জলে সোমবার সকালেও দূষণের দৃশ্য ধরা পড়ল। বিগত কয়েকদিনের মতো সোমবারও দেখা যায়, যমুনার জল সাদা ফেনায় ঢেকে গিয়েছে। দিল্লির কালিন্দী কুঞ্জ এলাকায় দেখা যায়, যমুনার জলে বিষাক্ত ফেনা ভেসে বেড়াচ্ছে। যা রীতিমতো চিন্তাজনক।
রাজধানী দিল্লির বাতাস এখনও দূষিতই। দিন দিন খারাপ হচ্ছে দিল্লির বাতাসের গুণগতমান। সোমবার সকালে দিল্লির আনন্দ বিহার, নেহরু প্লেস, ইন্ডিয়া গেট, বিজয় চক, অক্ষরধাম মন্দিরের মতো এলাকাগুলিতে বাতাসের গুণগত মান অত্যন্ত খারাপ ছিল। সকালে প্রাতঃভ্রমণে বেরোনো মানুষজন নিজেদের শ্বাসকষ্টের সমস্যার কথা জানিয়েছেন।