Country

6 hours ago

Rajasthan:রাজস্থানে সক্রিয় বর্ষা, ১০টি জেলায় বৃষ্টির সতর্কতা

Rajasthan rain alert
Rajasthan rain alert

 

জয়পুর, ১০ আগস্ট : রাজস্থানে আবার সক্রিয় হয়েছে বর্ষা। রবিবার আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন আলওয়ার, বারান, ভরতপুর, দৌসা, ধৌলপুর, ঝালাওয়ার, ঝুনঝুনু, করৌলি, সাওয়াই মাধোপুরচুরু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি, বজ্রপাত ও ঘণ্টায় ২০-৩০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিগত ২৪ ঘণ্টায় ভরতপুরের নাগরে ৩৫ মিমি, তিজারায়মিমি বৃষ্টিপাত হয়েছে। পশ্চিম রাজস্থানে এখনও গরমের দাপট থাকলেও ১১ আগস্ট থেকে সেখানেও বৃষ্টির ইঙ্গিত দিচ্ছেন আবহবিদেরা

You might also like!