Country

3 months ago

Haryana: হরিয়ানার পঞ্চকুলায় স্কুল বাস উল্টে আহত ৪৬, চালক ও কন্ডাক্টর সাসপেন্ড

46 injured in school bus overturn in Haryana's Panchkula
46 injured in school bus overturn in Haryana's Panchkula

 

পঞ্চকুলা, ৮ জুলাই : হরিয়ানার পঞ্চকুলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি স্কুল বাস। দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৪৬ জন, তাঁদের মধ্যে অধিকাংশই স্কুল পড়ুয়া। সোমবার সকালে পঞ্চকুলা জেলার পিঞ্জোরের কাছে হরিয়ানা রোডওয়েজের একটি বাস বেসামাল হয়ে উল্টে যায়। নৌলতা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।

আহতদের পিঞ্জোর হাসপাতাল ও পঞ্চকুলার সেক্টর ৬ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত এক মহিলাকে চণ্ডীগড়ের পিজিআই-তে রেফার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চালকের গাফিলতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। বাসটিতে অতিরিক্ত ছাত্র-ছাত্রীও ছিল। কালকা কংগ্রেস বিধায়ক প্রদীপ চৌধুরী বলেছেন, তদন্ত শুরু হয়েছে।

এই দুর্ঘটনায় বাসের ও চালক ও কন্ডাক্টরকে সাসপেন্ড করা হয়েছে। দুর্ঘটনার পরই বাসের চালক পালিয়ে যায়। কন্ডাক্টর সামান্য আহত হয়েছে। পঞ্চকুলার সিএমও ডাঃ মুক্তা কুমার বলেছেন, "পিঞ্জোর পলিক্লিনিকে ৪৬ জন আহতকে ভর্তি করা হয়, যাঁদের মধ্যে ২২ জনকে এখানে রেফার করা হয়েছে... আহতদের মধ্যে মাত্র ৩ জন প্রাপ্তবয়স্ক, বাকিরা শিশু। পরিস্থিতি নিয়ন্ত্রণে... আপাতত সব রোগী স্থিতিশীল।"


You might also like!