Country

1 week ago

Kallakurichi: তামিলনাড়ুর কাল্লাকুরিচিতে বিষমদে মৃত্যু ২৯ জনের, শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী স্ট্যালিন

29 killed in Tamil Nadu's Kallakurichy stampede, CM Stalin mourns
29 killed in Tamil Nadu's Kallakurichy stampede, CM Stalin mourns

 

চেন্নাই, ২০ জুন: তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলায় বিষমদ অন্তত ২৯ জনের প্রাণ কাড়ল। হাসপাতালে চিকিৎসাধীন কমপক্ষে ৬০ জন। বিষমদে মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। পুলিশ জানিয়েছে, বিষমদ পানে হতাহতদের প্রায় সকলেই দিনমজুর। কাল্লাকুরিচি শহরের করুণাপুরম এলাকায় বেআইনি মদ বিক্রেতাদের থেকে ওই বিষমদ পান করে সকলে। এরপর বাড়ি ফিরে তারা অসুস্থ বোধ করতে থাকেন।

শুরু হয় মাথা যন্ত্রণা, পেটে ব্যথা ও বমি ৷ পরিবারের সদস্যরা বিষমদ পানকারীদের কাল্লাকুরিচি মেডিক্যল কলেজে ভর্তি করালে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ জনের ৷ ৬০ জনেরও বেশি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। জেলাশাসক এম এস প্রশান্ত বলেছেন, কাল্লাকুরিচিতে বিষাক্ত মদ খাওয়ায় এযাবৎ ২৯ জনের মৃত্যু হয়েছে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এক্স কে স্ট্যালিন এক্স মাধ্যমে জানিয়েছেন, "কাল্লাকুরিচিতে বিষাক্ত মদ খেয়ে মানুষের মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত ও দুঃখিত। এই অপরাধে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। সমাজকে ধ্বংস করে, এমন অপরাধ শক্ত হাতে দমন করা হবে।"


You might also like!