Cooking

1 year ago

Zaphrani Chicken Recipe:জাফরানি চিকেন, দেখুন কী ভাবে বানাবেন

Zaphrani Chicken
Zaphrani Chicken

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মুরগির মাংস ছোটো-বড় সবারই বড্ড প্রিয়। কত রকমের পদই না বানানো যায় চিকেন দিয়ে। আর খেতেও অত্যন্ত সুস্বাদু হয় চিকেনের যে কোনও পদ। মাংসের ঝোল হোক বা রেজালা, পকোড়া হোক বা কাটলেট, সব কিছুরই আলাদা চাহিদা আছে। এবার একটু অন্য কিছু ট্রাই করা যাক। দুপুরে ভাতের সঙ্গে কিংবা রাতে রুটির সঙ্গে, খেয়ে দেখুন জাফরানি চিকেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। দেখে নিন কেমন করে বানাবেন জাফরানি চিকেন।

জাফরানি চিকেনের উপকরণ 

এক কেজি মুরগির মাংস ,আধ কাপ দুধে ভেজানো কেশর ,আদা ও রসুন বাটা ,পেঁয়াজ কুচি পরিমাণমতো, ১ চা চামচ জিরে বাটা ১ চা চামচ লঙ্কা বাটা, ১ টেবিল চামচ কাজুবাদাম বাটা, ছোটো এলাচ, কয়েকটা কয়েক টুকরো দারুচিনি লবঙ্গ ,হলুদ গুঁড়ো ১ চা চামচ ,গরম মশলাগুঁড়ো, ঘি বা তেল পরিমাণমতো ২ টেবিল চামচ, দুধের সর ,স্বাদ অনুযায়ী চিনি ও লবণ

জাফরানি চিকেন রান্নার পদ্ধতি

 ১) মুরগির মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবেন।

 ২) কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিন। তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন।

 ৩) পেঁয়াজ হালকা সোনালি রং হয়ে এলে আদা ও রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন।

৪) এবার জিরে বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো ও নুন দিয়ে মশলা কষাতে থাকুন।

 ৫) মশলা থেকে তেল ছেড়ে এলে কাজুবাদাম বাটা ও চিকেন দিয়ে দিন। মশলার সঙ্গে চিকেন ভালো করে কষতে থাকুন।

 ৬) তেল ছাড়তে শুরু করলে ২ কাপ জল দিন। আঁচ কমিয়ে দেবেন। 

 ৭) জল শুকিয়ে এলে চিনি, কেশর মেশানো দুধ ও দুধের সর দিয়ে অল্প আঁচে ঢাকা দিয়ে রেখে দিন কিছুক্ষণ। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দেবেন। চিকেন সেদ্ধ হলে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন।


You might also like!