Cooking

1 year ago

Sobuj Alurdom: বাংলাদেশের চট্টগ্রামের রেসিপি 'সবুজ আলুরদম'! জেনে নেওয়া যাক রেসিপি

Sobuj Alurdom (File Picture)
Sobuj Alurdom (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এখন সবার রেসিপি সবাই তৈরি নিজেদের মতো করে তৈরি করে। এই সবুজ আলুরদম বহু শতাব্দী আগে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে আদিবাসীদের একটি অন্যতম  রান্না ছিল। এখন অবশ্য এই রান্নার কিছু বিধি পরিবর্তন করা হয়েছে। তবে আসুন আর সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক রেসিপি। 

উপকরণ -  

ছোট আলু গোটা সিদ্ধা করা – ১ বাটি।

ধনেপাতা কুচি – ২ কাপ।

কাঁচা লঙ্কা – স্বাদ মতো।

রসুন কোয়া – হাফ কাপ।

নুন চিনি – স্বাদ মতো।

সর্ষের তেল – ২ চামচ।

পাঁচফোড়ন – হাফ চা চামচ।

টকদই – দুই তিন চামচ।

মাখন – ২ চামচ।

মটর দানা – ১ মুঠো।

প্রণালী - 

প্রথম পর্ব - সবুজ আলুর দম রান্না করতে প্রথমে ধনেপাতা কুচি, রসুন কাঁচা লঙ্কা ও দই দিয়ে পেষ্ট করে নিতে হবে।

দ্বিতীয় পর্ব - এরপর গ্যাসে কড়াই গরম করে তাতে সামান্য তেল দিয়ে সিদ্ধ আলু একটু লাল করে ভেজে তুলে নিতে হবে।

তৃতীয় পর্ব - এবার কড়াইতে তেল ও এক চামচ মাখন দিয়ে একটা কাঁচা লঙ্কা ও পাঁচফোড়ন দিয়ে একটু নেড়ে পেষ্ট করা মসলা দিয়ে কষিয়ে নিতে হবে।

চতুর্থ পর্ব - মসলা তেল ছাড়লে ভাজা আলু, নুন, চিনি ও মটর দানা দিয়ে ঢাকা দিয়ে কম আঁচে মিনিট পাঁচেক রান্না করে ঢাকা খুলে এক কাপ গরম জল দিয়ে ফুটিয়ে নিতে হবে।

পঞ্চম পর্ব - ঝোল শুকিয়ে তেল ওপরে ভেসে উঠলে গ্যাস বন্ধ করে লাল কাঁচা লঙ্কা ও এক চামচ মাখন দিয়ে ঢাকা দিয়ে কিছু সময় রেখে নামিয়ে পরিবেশন করুন তাওয়া রুটি বা পরোটার সাথে।

You might also like!