Cooking

1 year ago

Russian Soup : রাশিয়ান স্যুপ - সমস্ত ঋতুতেই উপযোগী

Russian Soup
Russian Soup

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ    ডিনারে হোক বা ব্রেকফাস্টে। গরম গরম স্যুপ কিন্তু দারুণ সুস্বাদু। পেটও যেমন ভরবে, তেমনি মনও। সঙ্গে যদি থাকে পুষ্টিগুণ, তাহলে সোনায় সোহাগা। রাশিয়ার মানুষেরা স্যুপ খেতে ভালবাসেন।  আপনিও বাড়িতে বানিয়ে নিতে পারেন রাশিয়ান স্যুপ। 


  **বাঁধাকপি-চিকেন স্যুপ


উপকরণ -

  * মাখন- ৩ টেবিল চামচ

  *দু কাপ ছোট ছোট করে কাটা বাঁধাকপি

  *চিকেন স্টক ৬ কাপ

  *১ টেবিলে চামচ টম্যাটো পেস্ট

 *১টা গাজর

 *১টা পিঁয়াজ

 *১ কোয়া রসুন


প্রণালী -

    একটি বড় পাত্র মাঝারি আঁচে মাখন দিয়ে গরম করুন। তারপর মাখনের মধ্যে টুকরো টুকরো করে কাটা বাঁধাকপি ঢেলে দশমিনিট মতো নাড়িয়ে নিন। এরপর টম্যাটো পেস্ট ২ কাপ ঢেলে পাত্রটি ঢেকে দিন। এভাবেই ৩০ মিনিট ধরে রান্না করুন। একটি ছোট ফ্রাইং প্যানে মাঝারি আঁচে আবার কিছু মাখব গলিয়ে নিন। গাজর, পিঁয়াজ ঢেলে ১০ মিনিট ধরে রান্না করুন। এবার বাঁধাকপির মধ্যে মাখনে ভাজা গাজর ও পিঁয়াজ মিশিয়ে আঁচ কমিয়ে ১০ মিনিট মতো রান্না করুন। এরপর এর মধ্যে চিকেনের স্টক ও কয়েক টুকরো চিকেন ঢেলে দিন। ১০ মিনিট মতো রেখে, ওভেন থেকে নামিয়ে নিন। পরিবেশন করুন গরম গরম বাঁধাকপি ও চিকেন স্যুপ।

You might also like!