Breaking News
 
Partha Chatterjee: মমতাকে বিস্ফোরক চিঠি পার্থর: 'অন্য অভিযুক্তদের পাশে দল থাকে, আমার ক্ষেত্রে ব্যতিক্রম কেন?' Amit Shah: 'সবাইকে খুঁজে বের করুন'! দিল্লি বিস্ফোরণ নিয়ে শাহের জরুরি বৈঠক, তদন্তে গতি বাড়ানোর নির্দেশ Delhi Blast: বিস্ফোরক তথ্য হাতে! লালকেল্লার চক্রীদের পরবর্তী নিশানায় ছিল দিওয়ালি, প্রজাতন্ত্র দিবস Patha Chatterjee: তিন বছর পর নিজের বাড়িতে পার্থ,ঘরে ঢুকতেই উঠল ‘জিন্দাবাদ’ স্লোগান—আবেগতাড়িত প্রাক্তন মন্ত্রী! Pakistan car blast: পাকিস্তানে জো়ড়া হামলা—ইসলামাবাদে প্রাণহানি ১২, খাইবারে পাক সেনার কনভয় হামলায় আহত ১৬! IPL 2025: সঞ্জু-জাডেজা ট্রেড ডিল পাকা? জল্পনা বাড়িয়ে RR অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা চেন্নাইয়ের

 

Cooking

2 years ago

Cooking Tips : যা! বেখেয়ালে রান্নায় বেশি হলুদ পড়ে গেল, মনে রাখুন এই সহজ টিপস গুলি

Kitchen Hacks Added Too Much Haldi While Cooking Here Are Simple Ways To Fix It
Kitchen Hacks Added Too Much Haldi While Cooking Here Are Simple Ways To Fix It

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সকালের তাড়াহুড়ো ব্যস্ততার মধ্যে রান্নায় ঝপাং করে  এতটা হলুদ দিয়ে ফেলেছেন? কী করবেন বুঝতে পারছেন না? হাতে সময় নেই আর নতুন করে রান্না করার? চিন্ত করবেন না কিছু সহজ টিপস মনে রাখুন যা দিয়ে নিমেষেই আপনার রান্না থেকে হলুদের গন্ধ কে ব্যালেন্স করতে পারবেন-

১/ লোহার খুন্তি 

গ্যাসের মধ্যে একটা খুন্তি ভালো করে গরম করুন। লোহার খুন্তি হলে বেশি ভালো। বেশ গরম যখন হয়ে আসবে তখন ওই গরম অংশ রান্নার মাঝখানে দিয়ে দিন। ৫ মিনিট রান্নায় ডুবিয়ে রেখে তুলে ফেলুন। এই টিপস একেবারে রামবানের মতো কাজ করবে। 

২/ কাঁচা নারকেল

নারকেলের দুধ স্বাদে মিষ্টি আর এই স্বাদই রান্নায় অতিরিক্ত হলুদের বাজে গন্ধ চলে যাবে। তবে বাড়িতে নারকেলের দুধ না থাকলে নারকেল কুড়িয়েও দিতে পারেন, এতেও কাজ হবে। 

৩/ ইটেবল অ্যাসিড 

হলুদ অতিরিক্ত হয়ে গেলে সেখানে আমচুর পাউডার , তেঁতুল অথবা টোম্যাটো সস ব্যবহার করুন, এর ন্যাচারাল অ্যাসিড হলুদের গন্ধ কে ব্যালেন্স করতে সাহায্য করবে। 

৪/ জল 

সবচেয়ে সহজ উপায় হল জল। রান্নায় বেশি জল দিলে সেই জল অতিরিক্ত হলুদ টেনে নেবে। এবং রান্নার স্বাদ বজায় রাখবে। 

৫/ মিষ্টি 

হলুদ বেশি হলে মিষ্টি দিয়ে দিতে পারেন। চিনি, মধু বা গুড়ের ব্যবহার করতে পারেন, তাতে রান্নার স্বাদও বাড়বে এবং হলুদের গন্ধও কাটাবে। 

You might also like!