Business

1 year ago

Market Price: পঞ্চমীতে কি বলছে সবজির বাজার?

What does the vegetable market say on Panchami?
What does the vegetable market say on Panchami?

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুজোর আগে সবজির বাজারে যেন অগ্নিকাণ্ড। চড়া দামে বিক্রি হচ্ছে একাধিক সবজি। কিন্তু মাত্র দু-এক সপ্তাহ আগে কিন্তু বাজারে সবজির দাম এমন ছিল না। ৪০ - ৫০ টাকা কেজি দরেই পাওয়া যাচ্ছিল সবজি। সপ্তাহ দুয়েক আগে বাজারে ঢ্যাঁড়শের দাম ছিল কেজি প্রতি 50- 60 টাকা। কিন্তু সেই দাম এখন বেড়ে হয়েছে 100 টাকা।

পটলের প্রতি কেজিতে দাম ছিল 40- 50 টাকা, তা এখন বিক্রি হচ্ছে কেজি প্রতি 80 টাকায়। আবার উচ্ছে যেখানে দিন কুড়ি আগে বিক্রি হয়েছে 40 টাকায়, তার কেজি এখন 80 টাকা। তবে তুলনামূলক সস্তা সবজির মধ্যে রয়েছে আলু। বাজারে জ্যোতি আলুর প্রতি কেজিতে দাম রয়েছে 20- 22 টাকা। চন্দ্রমুখী আলুর প্রতি কেজিতে দাম রয়েছে 26- 28 টাকা। এছাড়া, কাঁচালঙ্কা বিক্রি হচ্ছে প্রতি 100 গ্রাম 10 টাকা। সস্তায় মিলছে পেঁপে। প্রতি কেজির দাম রয়েছে 10- 15 টাকা।

You might also like!