Business

1 year ago

Price Hike at Viswakarma Puja: বিশ্বকর্মা পুজোর সকালে কি বলছে ফলের বাজার?

Fruit Market (File Picture)
Fruit Market (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্বকর্মা পুজোর ফলের বাজারে গিয়ে কপালে ভাঁজ সাধারণ মানুষের। দামের ঠেলায় রীতিমতো পিছ পা হচ্ছেন অনেকে। রেকর্ড দাম ফলের। শশার প্রতি কেজিতে দাম রয়েছে 80- 100 টাকা। রেকর্ড দামে বিক্রি হচ্ছে আপেল, লেবুও। পাশাপাশি জামরুল, আঙুরের কেজিতে ফল কিনতে গিয়ে পকেট খালি হচ্ছে আমজনতার। পেয়ারা বিক্রি হচ্ছে 80- 100 টাকা কেজি দরে। 450- 500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে জামরুল। ন্যাসপাতির প্রতি কেজিতে দাম রয়েছে 100- 150 টাকা। 5-6 টাকা প্রতি পিস হিসেবে বিক্রি হচ্ছে কলা। শশার দাম 80 টাকা। বেদানার কেজি রয়েছে 200 টাকা। আঙুরের প্রতি কেজিতে দাম 250 টাকা থেকে বেড়ে হয়েছে 300- 350 টাকা।

You might also like!