দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্বকর্মা পুজোর ফলের বাজারে গিয়ে কপালে ভাঁজ সাধারণ মানুষের। দামের ঠেলায় রীতিমতো পিছ পা হচ্ছেন অনেকে। রেকর্ড দাম ফলের। শশার প্রতি কেজিতে দাম রয়েছে 80- 100 টাকা। রেকর্ড দামে বিক্রি হচ্ছে আপেল, লেবুও। পাশাপাশি জামরুল, আঙুরের কেজিতে ফল কিনতে গিয়ে পকেট খালি হচ্ছে আমজনতার। পেয়ারা বিক্রি হচ্ছে 80- 100 টাকা কেজি দরে। 450- 500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে জামরুল। ন্যাসপাতির প্রতি কেজিতে দাম রয়েছে 100- 150 টাকা। 5-6 টাকা প্রতি পিস হিসেবে বিক্রি হচ্ছে কলা। শশার দাম 80 টাকা। বেদানার কেজি রয়েছে 200 টাকা। আঙুরের প্রতি কেজিতে দাম 250 টাকা থেকে বেড়ে হয়েছে 300- 350 টাকা।