Business

7 months ago

Repo Rate unchanged: এবারও বাড়ল না রেপো রেট, ৬.৫ শতাংশেই অপরিবর্তিত রাখল আরবিআই

This time too, the repo rate did not increase, RBI kept it unchanged at 6.5 percent
This time too, the repo rate did not increase, RBI kept it unchanged at 6.5 percent

 

মুম্বই, ৮ ফেব্রুয়ারি: এবারও বাড়ছে না রেপো রেট। এই নিয়ে টানা ষষ্ঠবার রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। বৃহস্পতিবার সকালে স্বস্তির খবর দিয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র গভর্নর শক্তিকান্ত দাস। যার অর্থ, আপাতত রেপো রেটের হার ৬.৫ শতাংশই থাকছে। রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্তের ফলে গৃহঋণ, গাড়ির ঋণ এবং অন্যান্য ঋণে অতিরিক্ত সুদ গুনতে হবে না গ্রাহকদের। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, আরবিআই-এর মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে পলিসি রেপো রেট ৬.৫ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

আরবিআই-এর মুদ্রানীতি কমিটির সিদ্ধান্ত ঘোষণা করে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, ২০২৪ বৈশ্বিক প্রবৃদ্ধি স্থির থাকবে বলে আশা করা হচ্ছে। মুদ্রাস্ফীতি যথেষ্ট মসৃণ হয়েছে এবং ২০২৪ সালে আরও পরিমিত হবে বলে আশা করা হচ্ছে।" আরবিআই গভর্নর আরও জানিয়েছেন, "এই দশকের শেষ নাগাদ বিশ্বব্যাপী পাবলিক ঋণের সঙ্গে জিডিপি অনুপাত ১০০ শতাংশে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে। প্রকৃতপক্ষে, উন্নত অর্থনীতিতে সরকারি ঋণের মাত্রা উদীয়মান বাজার অর্থনীতির তুলনায় অনেক বেশি। উচ্চ-সুদের হার এবং বৈশ্বিক স্তরে নিম্ন বৃদ্ধির পরিবেশে ঋণ স্থায়িত্বের চ্যালেঞ্জগুলি চাপের নতুন উৎস হতে পারে।"


You might also like!