Business

1 year ago

SBI FD: SBI-এর সব থেকে ভালো ফিক্সড ডিপোজিট স্কিম এটি! জানুন বিশদে

SBI Fixed Deposit Scheme (File Picture)
SBI Fixed Deposit Scheme (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পৃথক বিনিয়োগকারীদের বিভিন্ন চাহিদা পূরণের জন্য বিভিন্ন বিশেষ ফিক্সড ডিপোজিট (এফডি) স্কিম চালু করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যার মধ্যে অন্যতম হল এসবিআই উই কেয়ার, এসবিআই অমৃত কলস এবং এসবিআই সর্বত্তম। এই স্কিমের অন্তর্ভুক্ত হয়ে আপনি ব্যাঙ্কের কাছ থেকে ভালো সুদ পেতে পারেন। তবে অবশ্যই মনে রাখা প্রয়োজনীয়, এই স্কিমগুলির বৈশিষ্ট্যগুলি পরিবর্তিত হয় এবং এই স্কিমগুলিতে সুদের হার বিনিয়োগ করা স্কিমের উপর নির্ভর করে আলাদা হয়৷ এই নতুন স্কিমগুলি এসবিআই-এর দেওয়া নিয়মিত ফিক্সড ডিপোজিট (এফডি) থেকে আলাদা৷

ফিক্সড ডিপোজিট (এফডি) স্কিমে বিনিয়োগের অন্যতম ভালো বিনিয়োগের বিকল্প হল এসবিআই অমৃত কলস। এসবিআই অমৃত কলস হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-এর 400 দিনের একটি বিশেষ ফিক্সড ডিপোজিট (এফডি) স্কিম। এই বিশেষ ফিক্সড ডিপোজিট (এফডি) স্কিমে সাধারণ এবং প্রবীণ নাগরিকদের জন্য উচ্চ সুদের হার অফার করা হয়। আপনি অনলাইনে, ইয়োনো অ্যাপের মাধ্যমে বা ব্যাঙ্কের শাখায় গিয়ে এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন।

You might also like!