নয়াদিল্লি, ২০ জুলাই : কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের পর দেশজুড়ে টমেটোর পাইকারি দাম অনেকটাই কমেছিল। যে সব অঞ্চলে টমেটোর দাম বেশী, সেখানে কেজি পিছু ৮০ টাকা হারে সরকার টমেটো বিক্রি করছিল। এবার টমেটোর দাম আরও সস্তা করল কেন্দ্র, দেশের বিভিন্ন স্থানে টমেটো বিকোচ্ছে ৭০ টাকা কেজি দরে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা।
দেশের ৫০০টিরও বেশি জায়গায় পরিস্থিতির মূল্যায়নের পর দেশের বিভিন্ন স্থানে নাফেড এবং এনসিসিএফ ৭০ টাকা কেজি দরে টমেটো বিক্রি শুরু করেছে। ভোক্তা বিষয়ক দফতরের নির্দেশে, নাফেড এবং এনসিসিএফ অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্রের মান্ডি থেকে টমেটো সংগ্রহ করা শুরু করেছিল, যেখানে খুচরা মূল্য গত এক মাসে সর্বাধিক বৃদ্ধি পেয়েছিল।