Business

1 year ago

Essential Medicine Price:একধাক্কায় বেড়ে গেল জীবনদায়ী ওষুধের দাম

medicine price
medicine price

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃএকধাক্কায় অনেকটাই বেড়ে গেল জীবনদায়ী ওষুধের দাম। আগামী ১ এপ্রিল থেকেই দাম বেড়ে যাচ্ছে অত্যাবশ্যকীয় প্রায় ৩৮৪টি ওষুধের। তবে, ৩৮৪ টি ওষুধই নয়, ১০০০ এরও বেশি ওষুধ তৈরির প্রক্রিয়ার ক্ষেত্রেও আসবে পরিবর্তন। এই হোলসেল প্রাইস ইনডেক্সের ওপর ভিত্তি করেই ন্যাশনাল লিস্ট অব এসেন্সিয়াল দাম বাড়তে চলেছে বলে জানা যাচ্ছে।

২০২২-২০২৩ অর্থবর্ষ অনুযায়ী ওষুধের দাম ১২ শতাংশ বাড়ানো হচ্ছে। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে নির্দিষ্ট কোনও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি।  প্যারাসিটামল, ফেনোবারবিটোন, ফেনিটোইন সোডিয়াম, অ্যাজিথ্রোমাইসিন, সিপ্রোফ্লোক্সাসিন, হাইড্রোক্লোরাইড ও মেট্রোনিডাজলের মতো ওষুধের দাম বাড়ছে। মূলতঃ জ্বর, সংক্রমণ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, রক্তাল্পতা সহ আরও একাধিক ওষুধের দাম বৃদ্ধি পাচ্ছে।

You might also like!