Business

1 year ago

Gold Price:এক ধাক্কায় অনেকটা কমে গেল সোনা-রুপোর দাম, দেখে নিন রবিবারের লেটেস্ট আপডেট

GOLD
GOLD

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

২৩ এপ্রিল রবিবার প্রতি গ্রামে ৩০ টাকা করে কমে গেছে ২২ ক্যারট সোনার দাম। ১ গ্রামের দাম হয়েছে ৫,৫৭৫ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৫,৭৫০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৪,৬০০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দামও আজ কমতির দিকে। রবিবার ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হয়েছে ৫,৫৭,৫০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৫,৫৭৫ টাকা

৮ গ্রাম - ৪৪,৬০০ টাকা

১০ গ্রাম - ৫৫,৭৫০ টাকা

১০০ গ্রাম - ৫,৫৭,৫০০ টাকা

অন্যদিকে রবিবারে প্রতি গ্রামে ৩৩ টাকা করে দাম কমেছে ২৪ ক্যারট সোনারও। ২৩ এপ্রিল ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম ৬,০৮২ টাকা। ২৪ ক্যারট ৮ গ্রাম সোনার দাম ৪৮,৬৫৬ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৬০,৮২০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রবিবার কমে হয়েছে ৬,০৮,২০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৬,০৮২ টাকা

৮ গ্রাম - ৪৮,৬৫৬ টাকা

১০ গ্রাম - ৬০,৮২০ টাকা

১০০ গ্রাম - ৬,০৮,২০০ টাকা

হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ সোনার দামের পাশাপাশি রুপোর দামও রয়েছে কমতির দিকে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো রবিবার বিকোচ্ছে কত দামে।

কলকাতায় আজ রুপোর দাম

১ গ্রাম - ৭৬.৯০ টাকা

৮ গ্রাম - ৬১৫.২০ টাকা

১০ গ্রাম - ৭৬৯০ টাকা

১০০ গ্রাম - ৭,৬৯০ টাকা



You might also like!