দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃTCS কর্মীদের জন্য সুখবর। বড়সড় ঘোষণা করলেন সংস্থার চিফ হিউম্যান রিসোর্স অফিসার মিলিন্দ লাক্কাদ। তিনি জানিয়েছেন, বেতনের পাশাপাশি কোম্পানির ৭০ শতাংশ কর্মীকে সংস্থার লাভের অংশ দেওয়া হবে। নতুন বছরের শুরু থেকেই ওই অর্থ পাবেন কর্মীরা।
সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের মোট কর্মী সংখ্যার মধ্যে ৭০ শতাংশ কর্মী অত্যন্ত দক্ষ। সেকারণে তাঁদের লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং বাকি ৩০ শতাংশ কর্মীর বেতন নির্ভর করবে ব্যবসা সংক্রান্ত টার্গেটের উপর।নতুন বছরের শুরুর সপ্তাহেই আরও কর্মী ছাঁটাই করা হবে বলে জানিয়েছে টেক জায়ান্ট গুগল। যা নিয়ে চর্চা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন অন্য সংস্থাগুলিও সেই পথে হাঁটবেন। তবে তারই মাঝে TCS এর এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে।