Business

6 months ago

Gold and Silver Rate: রবিবার সোনা-রুপোয় সাময়িক স্বস্তি, আজকের দর কত? জানুন

Gold and Silver Rate
Gold and Silver Rate

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  রবিবার সকাল থেকেই আকাশ কালো করে বৃষ্টি। এর জেরে স্বস্তি ফিরেছে বঙ্গে। এদিন সোনার দামেও মিলেছে সাময়িক স্বস্তি। এদিন অপরিবর্তিত রয়েছে সোনার দাম।

 রবিবার ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম রয়েছে অপরিবর্তিত। সুতরাং বৃহস্পতিবারের মতো শুক্রবারেও দাম যাচ্ছে ৬৬,৭০০ টাকা।

২৪ ক্যারেট ১০ গ্রাম গহনার সোনার দামও রয়েছে অপরিবর্তিত। এদিন এই পরিমাণ সোনার দাম যাচ্ছে, ৭২, ৭৭৬ টাকা।

এদিন রুপোর দামেও সাময়িক স্বস্তি। ১ কেজি রুপোর বাটের দাম কমেছে, ১০০০ টাকা। এদিন ১ কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৯৫,৫০০ টাকা।

You might also like!