Business

1 year ago

State Bank of India:স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 10,000 কোটি টাকার বন্ড ইস্যু করতে পারে

State Bank of India
State Bank of India

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ SBI জুন মাসের শেষের দিকে বা জুলাইয়ের গোড়ায় অ্যাডিশনাল টায়ার-1 বন্ড বিক্রির সঙ্গে চলতি আর্থিক বছরের জন্য রুপি বন্ড ইস্যু করতে পারে।

সূত্রের খবর, 10000 কোটি টাকা পর্যন্ত বন্ডের বিক্রি হতে পারে। এর বেস সাইজ হবে 3000 কোটি এবং একই সঙ্গে 7000 কোটি টাকার একটি গ্রিন শু বিকল্পও থাকবে। বন্ডে 10 বছর পর কলের বিকল্পও থাকতে পারে এবং 29 জুন ইস্যু হওয়ার সম্ভাবনা থাকতে পারে।

প্রসঙ্গত, গত সপ্তাহে ইতিমধ্যেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর বোর্ড 2023-24 আর্থিক বছরে বন্ড বিক্রির মাধ্যমে 50,000 কোটি টাকার ফান্ড সংগ্রহের অনুমোদন দিয়েছে। এপ্রিল মাসে একটি ডলার বন্ড ইস্যু করার পর, SBI-এর পক্ষ থেকে এই মুহূর্তে ফরেন বন্ডের পথ বেছে নেওয়ার সম্ভাবনা কম বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। কারণ, বর্তমানে বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির উচ্চ পলিসি রেট আন্তর্জাতিক বন্ডের বাজারে অস্থিরতার সৃষ্টি করেছে।

একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, জুলাইয়ের মধ্যেই কোনও একটি বন্ড আসা উচিত। কারণ সরকারি অনুমোদন পেতে সাধারণত প্রায় 3-4 সপ্তাহ সময় লাগে। এই মুহূর্তে SBI-এর জন্য ডলার বন্ডের তুলনায় রুপি বন্ড অনেকটাই অর্থবহ ও বেশি গুরুত্ব বহন করছে বলে মনে করা হচ্ছে। SBI টায়ার-1, টায়ার-2 এবং ইনফ্রাস্ট্রাকচার সংক্রান্ত বন্ডের তিনটি বিকল্পই বিবেচনা করছে বলে সূত্রের খবর।

এপ্রিলের শেষের দিকে SBI সফলভাবে গ্লোবাল বন্ড মার্কেটে প্রবেশ করেছে এবং সেমি-অ্যানুয়ালি বা ছয় মাসের ব্যবধানে 4.875% কুপনে 5 বছরের মেয়াদে 750 মিলিয়ন মার্কিন ডলারের সিকিউরিটি ইস্যু করেছে। এই বিষয়ে ট্রেজারি এক্সিকিউটিভরা জানিয়েছিলেন, ম্যাচিউরিটি সম্পন্ন মার্কিন বন্ড এবং SBI বন্ডগুলির ছড়িয়ে পড়ার বিষয়টি গুরুত্বপূর্ণ। এটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ঋণ প্রস্তাবের জন্য দৃঢ় চাহিদার নির্দেশ করে। প্রসঙ্গত 2022-23 আর্থিক বছরের সেপ্টেম্বরে SBI AT-1 বন্ড বিক্রি করেছিল।

You might also like!