Business

1 year ago

Bajaj Finance Share Price:8% বৃদ্ধি পেয়ে সপ্তাহের সর্বোচ্চে এই সংস্থার শেয়ার

Bajaj Finance
Bajaj Finance

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Bajaj Finance -এর শেয়ারের দাম এদিন সকালে ইন্ট্রা-ডে ট্রেডে 8 শতাংশ বৃদ্ধি পেয়ে পৌঁছয় 7916.70 টাকায়। ওই সময় এই আর্থিক কোম্পানির শেয়ারের মূল্য 52 সপ্তাহের সর্বোচ্চে পৌঁছে যায়। সম্প্রতি এই নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি জানিয়েছে, চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ঋণ বুকের পরিমাণ 34 শতাংশ বৃদ্ধি পেয়ে পৌঁছেছে 9.94 মিলিয়নে। এক বছর আগে একই সময়ে এই পরিমাণ ছিল 7.42 মিলিয়ন।

জানা গিয়েছে, 2023 সালের 30 জুন পর্যন্ত অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট প্রায় 32 শতাংশ বেড়ে পৌঁছেছে 270050 কোটি টাকায়। এটি একটি ত্রৈমাসিকের নিরিখে নয়া বৃদ্ধির রেকর্ড গড়েছে সংস্থাটি। চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে এই সংস্থার গ্রাহক ফ্র্যাঞ্চাইজির পরিমাণ ছিল 72.98 মিলিয়ন। এক বছর আগে একই সময়ে এই পরিমাণ ছিল 60.03 মিলিয়ন। ত্রৈমাসিকের হিসাবে এই কোম্পানি 2023-24 সালের এপ্রিল থেকে জুনে ফ্র্যাঞ্চাইজির পরিমাণ প্রায় 3.84 মিলিয়ন বৃদ্ধি করেছে।

এ বিষয়ে Bajaj Finance -এর পক্ষ থেকে বলা হয়েছে, "2023-24 সালের প্রথম ত্রৈমাসিকে AUM মিক্স ছিল স্থিতিশীল। 2023 সালের 30 জুন পর্যন্ত সংস্থার লিকুইডিটি সারপ্লাসের পরিমাণ ছিল 12700 কোটি টাকা।" অন্যদিকে, কোম্পানিটির ডিপোজিট বুকের পরিমাণ 46 শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ত্রৈমাসিকে এই পরিমাণ পৌঁছেছে 49900 কোটি টাকায়।

ব্রোকারেজ ফার্ম CLSA সম্প্রতি এই সংস্থার স্টক ক্রয়ের পরামর্শ দিয়েছে। স্টকটির EPS প্রায় 5-6% অনুমান করা হচ্ছে। এই কোম্পানির স্টকের টার্গেট প্রাইস 6600 থেকে বাড়িয়ে 9000 টাকা করা হয়েছে। CLSA-এর পক্ষ থেকে বলা হয়েছে, "স্টকটি গত তিন মাসে 25-30 শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি অধিকাংশ NBFC-র সঙ্গে সঙ্গতিপূর্ণ। সংস্থার কোভিডের আগে PE মাল্টিপল ছিল 28x-32x (2-year fwfd) এবং 2021 সালের শেষের দিকে এটি 35x-37x ছিল।"

অন্যদিকে, Jefferies -এর পক্ষ থেকে বলা হয়েছে, "2023-24 সালে কোম্পানিটির AUM 29 শতাংশ বেড়েছে। এতে সংস্থার নতুন ঋণ এবং গ্রাহকের সেগমেন্ট বৃদ্ধিতে সহায়তা হবে। আমরা NBFC-টিকে অগ্রাধিকার দিচ্ছি। বাজাজ ফিনান্স আমাদের শীর্ষ বাছাইগুলির মধ্যে অন্যতম।" অন্যদিকে, Bajaj Finance -এর মূল সংস্থা Bajaj Finserv -এর শেয়ারের দাম আজ 6 শতাংশ বেড়ে হয়েছে 1632.95 টাকা।

You might also like!