Business

1 year ago

UPI: ইউপিআই তে বড়সড় বদল আনল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

Reserve Bank of India brought major changes in UPI
Reserve Bank of India brought major changes in UPI

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুক্রবার মানিটারি পলিসি কমিটির বৈঠকে একাধিক বড় সিদ্ধান্তের ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। একদিকে যেমন রেপো রেট অপরিবর্তিত রাখা হয়েছে। তেমনই চলতি আর্থিক বছরে জিডিপি বৃদ্ধির পূর্বাভাসও দেওয়া হয়েছে। পাশাপাশি UPI নিয়েও করা হয়েছে বড় ঘোষণা। ইউপিআই-এ লেনদেনের সীমা বৃদ্ধির ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস।

আগে একদিনে যেখানে UPI লেনদেনের সর্বোচ্চ সীমা ছিল 1 লাখ টাকা। সেই লিমিট বাড়িয়ে করা হল 5 লাখ। অর্থাৎ UPI ব্যবহারকারীরা এখন একদিনে সর্বোচ্চ 5 লাখ টাকা UPI এর মাধ্যমে লেনদেন করতে পারবেন। তবে এই নিয়ম শুধুমাত্র হাসপাতাল এবং শিক্ষাপ্রতিষ্ঠানে লেনদেনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।

You might also like!