Business

1 year ago

RBI again unchanged policy Repo Rate: বৃদ্ধি পাচ্ছে না রেপো রেট; ৬.৫ শতাংশেই অপরিবর্তিত রাখল আরবিআই, সিদ্ধান্ত মুদ্রানীতি কমিটির

Government of RBI
Government of RBI

 

মুম্বই, ৮ জুন: আপাতত বাড়ছে না রেপো রেট। বৃহস্পতিবার সকালে স্বস্তির খবর দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। যার অর্থ, আপাতত রেপো রেটের হার ৬.৫ শতাংশই থাকছে। রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্তের ফলে গৃহঋণ, গাড়ির ঋণ এবং অন্যান্য ঋণে অতিরিক্ত সুদ গুনতে হবে না গ্রাহকদের। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, রেপো রেট ৬.৫ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে মুদ্রানীতি কমিটি। ফলত, স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি রেট ৬.২৫ শতাংশে থাকছে এবং মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি ও ব্যাঙ্ক রেট ৬.৭৫-এ রয়ে গিয়েছে।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বৃহস্পতিবার দ্বিমাসিক ঋণ নীতি ঘোষণা করেছে। এই সংক্রান্ত কমিটি গত মঙ্গলবার মুম্বইতে বৈঠকে বসে। খুচরা মূল্যবৃদ্ধির হার গত ১৮ মাসের মধ্যেই প্রথম পাঁচ শতাংশের নীচে নেমে ৪.৭ শতাংশে দাড়িয়েছে। বিশেষজ্ঞদের ধারণাকে সত্যি করে, আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বে ৬ সদস্যের কমিটি, সুদের হার অপরিবর্তিত রাখল। শেষবার মুদ্রানীতির বৈঠকেও রেপো রেট অর্থাৎ শীর্ষ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে যে হারে ঋণ দেয়, তা ৬.৫ শতাংশে অপরিবর্তিত রাখা হয়।

আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস আরও বলেছেন, ভারতে ২০২৩ সালের মার্চ-এপ্রিলের মধ্যে ভোক্তা মুদ্রাস্ফীতি হ্রাস পেয়েছে এবং সহনশীলতা ব্যান্ডে চলে গিয়েছে, ২০২২-২৩ সালে ৬.৭ শতাংশ থেকে হ্রাস পেয়েছে। আমাদের মূল্যায়ন অনুসারে, ২০২৩-২৪ অর্থবর্ষে মুদ্রাস্ফীতি ৪ শতাংশের উপরে থাকবে।

You might also like!