Business

4 months ago

Trade:নিফটি 24626–24650 পয়েন্টের জোনের দিকে এগিয়ে চলেছে, সোমবার কী ভাবে ট্রেড করবেন?

Nifty moving towards 24626–24650 points zone
Nifty moving towards 24626–24650 points zone

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শেয়ার বাজারে দুর্দান্ত গতি। আজ সকাল থেকেই বাজার ছিল ঊর্ধ্বগতিতে। বাজার বন্ধের সময়  সেশনে নিফটি প্রায় 397 পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল। এদিনের দৈনিক চার্টে নিফটি লং বুল ক্যান্ডেল তৈরি করেছিল। সূচকটি লোয়ার শ্যাডোর সঙ্গে এই ক্যান্ডেল তৈরি করে। বর্তমানে সূচকটি 21 দিনের এক্সপোনেনসিয়াল মুভিং অ্যাভারেজ পার করেছে।

এ বিষয়ে এইচডিএফসি সিকিউরিটিজের পক্ষ থেকে নাগরাজ শেট্টি বলেছেন, "নিফটি বর্তমানে রেজিস্ট্যান্স লেভেলের কাছে চলে এসেছে। এই সূচকটি আরও বৃদ্ধি পেলে তা 24700 পয়েন্টের কাছে পৌঁছতে পারে। স্বল্প মেয়াদে এই সূচকের 25000 পয়েন্টে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। যদি পতন হয়, সেক্ষেত্রে সূচকটির তাৎক্ষণিক সাপোর্ট লেভেল রয়েছে 24350 -এর স্তরে।"

এ বিষয়ে এলকেপি সিকিউরিটিজের পক্ষ থেকে সিনিয়র টেকনিক্যাল অ্যানালিস্ট রূপক দে বলেছেন, "400 থেকে 500 পয়েন্টের রেঞ্জের মধ্যে একত্রীকরণের কয়েক দিন পর নিফটি 24500 পয়েন্টের উপরে পৌঁছেছে। স্বল্প মেয়াদে নিফটির 24300 থেকে 24550 পয়েন্টের রেঞ্জের মধ্যে একত্রীকরণ হতে পারে। 24550 পয়েন্টের রেঞ্জের উপরে পৌঁছলে নিফটিতে একটি দিক নির্দেশনামূলক গতি দেখা যেকে পারে। যদি নিফটি 24300 পয়েন্টের নীচে চলে আসে, সেই সময়ে পতনের ক্ষেত্রে ক্রয়ের স্ট্র্যাটেজি আরও কার্যকর হতে পারে।"

এদিন কোটাক সিকিউরিটিজের পক্ষ থেকে অমল আটাওয়ালে জানিয়েছেন, "ট্রেন্ড অনুসরণকারী ট্রেডারদের ক্ষেত্রে সাপোর্ট জোন রয়েছে 24400 / 79900 পয়েন্ট। এর পরবর্তীতে সাপোর্ট জোন রয়েছে 24300/ 79700 পয়েন্ট। এর উপরে সূচকটি থাকলে বুলিস অবস্থান দেখা যাবে। উপরের দিকে এই সূচকের রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 24650 / 80600 পয়েন্টে। যদি এরপরও বাজারে বুলিস ট্রেন্ড বজায় থাকে, সেক্ষেত্রে সূচকের রেজিস্ট্যান্স লেভেল হতে চলেছে 24750 / 81000 পয়েন্ট। অন্যদিকে, 24300/ 79700 পয়েন্টের নীচে এই সূচকে দেখা যেতে পারে অস্থিরতা। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দৈনিক চার্টে ডবল বটম রিভার্সাল তৈরি হয়েছে। এটি বৃহত্তর ক্ষেত্রে ইতিবাচক। স্বল্প মেয়াদের ক্ষেত্রে এই সূচকের সাপোর্ট লেভেল রয়েছে 50000 -এর কাছে। বৃদ্ধির ক্ষেত্রে সূচকটির গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 20 দিনের সিম্পল মুভিং অ্যাভারেজ অথবা 50900 পয়েন্টে। এর পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 51200 পয়েন্টে।"

You might also like!