Business

1 year ago

Reduction of LPG Price: দেশের মহিলাদের মোদীর উপহার, গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকা কমাচ্ছে কেন্দ্র

Reduction of gas price in country (Symbolic Picture)
Reduction of gas price in country (Symbolic Picture)

 

নয়াদিল্লি, ২৯ আগস্ট : মধ্যবিত্তের স্বার্থ বড় সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদী সরকার। গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার কেন্দ্রের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।

এদিন বিকেলে এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, "সমস্ত গ্রাহকদের জন্য গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।"

একইসঙ্গে অনুরাগ ঠাকুর বলেছেন, "কেন্দ্রের এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে দেশের মহিলাদের জন্য রাখী বন্ধন ও ওনাম উপলক্ষ্যে উপহার।" পাশাপাশি ভারতের চন্দ্রযান-৩ মিশনের সাফল্য প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, গোটা দেশ চন্দ্রযান-৩-এর সাফল্য উদযাপন করছে, মন্ত্রিসভা ভারতীয় বিজ্ঞানীদের এই ঐতিহাসিক সাফল্যের প্রশংসা করছে।"


You might also like!