Business

1 year ago

RuPay Forex Card:RBI-র অনুমতি পেয়ে বিদেশেও ব্যবহার যোগ্য হল RuPay কার্ড

RBI Allows Use of RuPay Cards Abroad
RBI Allows Use of RuPay Cards Abroad

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রুপে কার্ড নিয়ে বড় ঘোষণা করল আরবিআই। এখন যে কোনও ব্যাঙ্ক ফরেক্স রুপে কার্ড ইস্যু করতে পারে। অর্থাৎ বিদেশে গিয়েও আপনি স্বচ্ছন্দে রুপে কার্ড ব্যবহার করতে পারবেন৷ বিদেশে গিয়ে নগদ টাকাপয়সার ঝক্কি অনেক কমে যাবে৷ দেশের কার্ড দিয়েই হয়ে যাবে বিদেশের খরচখরচা৷ কয়েকদিনের মধ্যেই এই নতুন নিয়ম চালু করতে চলেছে আরবিআই৷

বিদেশে গিয়ে দেশের কার্ড ব্যবহার করা যাবে৷ ফলে বিদেশ যাত্রীদের কেনাকাটা আরও সহজ হয়ে যাবে৷ সেই সঙ্গে বিদেশে পঠনরত ছাত্রছাত্রীদের জন্যেও এটি বড় সুখবর৷ উপকৃত হবেন ব্যবসায়ীরাও৷ RuPay ডেবিট, ক্রেডিট এবং প্রিপেড কার্ডগুলিকে বিদেশে জারি করার পাশাপশি ভারত-সহ সারা বিশ্বে ব্যবহার করার অনুমতি দেওয়া হবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর 2023 সালের 8 জুন আর্থিক নীতি পর্যালোচনার সময় এই ঘোষণাগুলি করেছেন। বিশেষজ্ঞদের ধারণা, এই পদক্ষেপের ফলে সারা বিশ্বে RuPay Card-এর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। একইসঙ্গে বিদেশেও এই কার্ড ব্যবহার করার সুবিধা পাবেন ভারতীয়রা।

এই বিষয়ে RBI-এর পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, “ভারতের ব্যাঙ্কগুলির পক্ষ থেকে ইস্যু করা RuPay ডেবিট এবং ক্রেডিট কার্ডগুলি আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে দ্বিপাক্ষিক ব্যবস্থার মাধ্যমে এবং আন্তর্জাতিক কার্ড স্কিমগুলির সঙ্গে কো-ব্যাজিং ব্যবস্থার মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। কো-ব্যাজড পেমেন্ট কার্ড হল এমন একটি কার্ড যা দুই বা ততধিক পেমেন্ট ব্র্যান্ডকে একত্রিত করে। বিদেশে ভ্রমণকারীদের জন্য অর্থপ্রদানের বিকল্পগুলি প্রসারিত করার উদ্দেশ্যে এই সুবিধাটি ইস্যু করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশের ATM, PoS মেশিন এবং অনলাইন মার্চেন্টদের ব্যবহারের জন্য ভারতের ব্যাঙ্কগুলি RuPay Prepaid Forex Card ইস্যু করতে সক্ষম হবে। ব্যঙ্কগুলি RuPay ডেবিট, ক্রেডিট এবং প্রিপেড কার্ডগুলি বিদেশে ব্যবহারের জন্য ইস্যু করতে পারবে। কার্ডগুলি আন্তর্জাতিকভাবে ছাড়াও ভারতেও ব্যবহার করা যাবে। পদক্ষেপটি বিশ্বব্যাপী RuPay কার্ডের পরিসীমা এবং গ্রহণযোগ্যতাকেও প্রসারিত করবে। এই প্রসঙ্গে প্রয়োজনীয় নির্দেশনা পরবর্তীতে আলাদাভাবে জারি করা হবে।"

জানা গিয়েছে, RuPay কার্ডের বিশ্বব্যাপী প্রসারের জন্য ভুটান, সিঙ্গাপুর, নেপাল এবং সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে অন্যান্য আন্তর্জাতিক কার্ড স্কিমের সঙ্গে কো-ব্র্যান্ডিং ছাড়াই RuPay কার্ড গ্রহণ করার ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য দেশগুলিতেও RuPay কার্ড ইস্যু করার বিষয়টি পরীক্ষা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, বিদেশি অংশীদারদের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি এবং আন্তর্জাতিক কার্ড স্কিমগুলির সঙ্গে কো-ব্যাজিং চুক্তির মাধ্যমে, ভারতীয় ব্যাঙ্কগুলির RuPay ডেবিট এবং ক্রেডিট কার্ডগুলি বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা অর্জন করেছে। RBI -এর পেমেন্টস ভিশন ডকুমেন্ট 2025 ইতিমধ্যেই আন্তর্জাতিকরণ স্তম্ভের অধীনে একটি প্রধান উদ্দেশ্যে হিসাবে UPI এবং RuPay কার্ডের বিশ্বজুড়ে ব্যবহার সম্প্রসারণের রূপরেখা প্রদান করেছে।


You might also like!