Business

1 year ago

Fuel Price : বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে

price of fuel oil has increased in the world market
price of fuel oil has increased in the world market

 

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর : বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। রাশিয়ার অপরিশোধিত তেলের দাম বেঁধে দেওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে ৮৬ ডলার ছাড়িয়ে যায়।

পশ্চিমের দেশের জন্য  বেঁধে দেওয়া রাশিয়ার তেলের দাম সোমবার থেকে কার্যকর হয়েছে। গেল শুক্রবার জি৭ রাশিয়ার তেলের দাম ৬০ ডলার বেঁধে দেওয়ায় একমত হয়। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়ার ওপর চাপ সৃষ্টির জন্যই এমন পদক্ষেপ। এমন পরিস্থিতিতেই বাড়ল তেলের দাম। তেল রফতানিকারী ২৩ দেশের জোট ওপেক প্লাস সপ্তাহান্তে বলেছে, উৎপাদন কমানোর নীতিতে তারা অটল থাকবে। জোটের দেশগুলো বিশ্ববাজারে ক্রুড তেল বিক্রি নিয়ে নিয়মিত বৈঠকে বসে। এর মধ্য রাশিয়াও রয়েছে।

রাশিয়া বিশ্বের দ্বিতীয় তেল রফতানিকারক দেশ। শনিবার দেশটি বলছে, বেঁধে দেওয়া দর মানবে না। এই বেঁধে দেওয়া দরে প্রয়োজনে তারা তেল বিক্রি করবে না। ইউরোপের কাছে তেল ও গ্যাস বিক্রি রাশিয়ার বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস। রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক পশ্চিমাদের এই পদক্ষেপকে হস্তক্ষেপ হিসেবে দেখছেন, যা মুক্তবাণিজ্য নীতির বিরোধী। এই পদক্ষেপের ফলে সরবরাহ সংকট বৈশ্বিক জ্বালানি বাজারকে অস্থিতিশীল করে তুলবে বলে মনে করছেন তিনি। তিনি বলেন, আমরা সেসব দেশের কাছেই তেল ও পেট্রোলিয়াম বিক্রি করব, যারা বাজার শর্তে আমাদের সঙ্গে কাজ করবে।

You might also like!