নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর : বিগত কয়েকমাস ধরে লাগাতার কমছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম, সেই ধারা অব্যাহত থাকল সেপ্টেম্বর মাসেও। চলতি মাসের শুরুতে ফের অনেকটাই কমল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। শুক্রবার থেকে ১৫৮ টাকা কমিয়ে দেওয়া হয়েছে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। ফলে স্বস্তি পেলেন হোটেল ও রেস্তোরাঁর ব্যবসায়ীরা।
এর আগে জুন, জুলাই ও আগস্ট মাসের শুরুতেও অনেকটাই কমেছিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। দিল্লিতে ১৫৮ টাকা কমে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে ১,৫২২ টাকা। দিল্লির পাশাপাশি কলকাতা, মুম্বই ও চেন্নাই-সহ দেশের অন্যান্য রাজ্যেও সস্তা হয়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম।