Business

1 year ago

Peerless Group: হোটেল রুমের সংখ্যা বাড়াতে তৎপর পিয়ারলেস

Peerless Hotel (File Picture)
Peerless Hotel (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বুধবার কলকাতার পিয়ারলেস ইন হোটেলের নাম বদলে পিয়ারলেস হোটেল, কলকাতা করার আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। এদিন পিয়ারলেস হোটেলস লিমিটেড-এর সিইও কুলদীপ ভারতী বলেন, 'বর্তমানে কলকাতা, দুর্গাপুর ও হায়দরাবাদের হোটেল এবং মুকুটমণিপুর ও পোর্টব্লেয়ারের রিসর্ট মিলিয়ে মোট ঘরের সংখ্যা ৪৫০। আগামী পাঁচ বছরের মধ্যে আমরা তা দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নিয়েছি।'

You might also like!