নয়াদিল্লি, ১৯ অক্টোবর : খরচে লাগাম টানতে কর্মী ছাঁটাইয়ের পথে নোকিয়া । মুনাফা কমে যাওয়ায় প্রায় ১৪ হাজার কর্মীকে ছাঁটাইয়ের কথা ভাবছে ফিনল্যান্ডভিত্তিক জনপ্রিয় টেলিকম প্রতিষ্ঠান নকিয়া। বৃহস্পতিবার এই মর্মে একটি বিবৃতি দিয়েছেন সংস্থার কর্তারা। খরচ কমানোর পরিকল্পনার অংশ হিসাবে চাকরি হারাতে পারেন প্রায় ১৪ হাজার মানুষ!
ফিনল্যান্ডের এই বিশ্বব্যপী টেলিকমিউনিকেশন জায়ান্ট জানিয়েছে যে, বর্তমান সময়ে ‘চ্যালেঞ্জিং’ বাজার পরিস্থিতির সমস্যার মোকাবিলা করার জন্য এর খরচের ভিত্তি কমিয়ে দিতে হবে, তার সঙ্গে সঙ্গে কাজের দক্ষতা আরও বাড়াতে হবে। ২০২৩ সাল থেকে মোট খরচের বেস ৮০০ মিলিয়ন ইউরো (৮৪২.৫ বিলিয়ন ডলার) এবং ২০২৬ সালের শেষ নাগাদ ১.২ বিলিয়ন ইউরোর মধ্যে কমিয়ে আনার লক্ষ্য রাখছে এই সংস্থা।
তৃতীয় ত্রৈমাসিকের নেট বিক্রি ১ বছরে কমে গেছে প্রায় ২০ শতাংশ! বর্তমানে এটি ৪.৯৮ বিলিয়ন ইউরোতে নেমে এসেছে, মুনাফার পরিমাণ ১ বছরে প্রায় ৬৯ শতাংশ কমে ১৩৩ মিলিয়ন ইউরোতে নেমে এসেছে। এই ক্ষতির চাপ সামাল দিতেই উল্লেখযোগ্য ছাঁটাইপর্ব শুরু হয়েছে। সেই লক্ষ্যমাত্রা নিয়ে এবার কর্মচারীর সংখ্যা ৮৬ হাজার থেকে কমিয়ে একেবারে ৭২ হাজার অথবা ৭৭ হাজারের মধ্যে নিয়ে আসতে চাইছে ।