Business

1 year ago

Post Office Scheme: ব্যাঙ্কের থেকেও বেশি সুদ! পোস্ট অফিসের কোন কোন স্কিমে আপনি পেতে পারেন এই সুদ?

Post Office Scheme (File Picture)
Post Office Scheme (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পোস্ট অফিসেও  এখন আপনি পেয়ে যেতে পারেন ৪ শতাংশ সুদ। নিম্নলিখিত স্কিমগুলিতে আপনি পেয়ে যেতে পারেন মোটা অঙ্কের সুদ। 

সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট : 10 বছরের নীচের মেয়ে সন্তানের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। এখানে বছরে 8 শতাংশ সুদ দিচ্ছে ভারতীয় পোস্ট অফিস।

সিনিয়ার সিটিজেন সেভিংস স্কিম: চলতি অর্থবর্ষে এই স্কিমে বিনিয়োগের ক্ষেত্রে 8.2 শতাংশ সুদ পাচ্ছেন প্রবীণ নাগরিকরা। মূলত সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্তদের কথা ভেবে এটি চালু করা হয়েছে। এতে বড় অঙ্কের টাকা রাখতে হয়। প্রতি তিনমাস বাদে বাদে এই স্কিমে সুদের টাকা হাতে পান আমানতকারীরা।

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট: ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা এনএসসিতে পাঁচ বছরের মেয়াদে রাখতে হয় টাকা। পোস্ট অফিসের তরফে এই স্কিমে সুদ দেওয়া হচ্ছে 7.7 শতাংশ। মেয়াদ শেষের পর সুদ সমেত পুরো টাকা দেওয়া হয় আমানতকারীর সেভিংস অ্যাকাউন্টে।

কিষাণ বিকাশ পত্র (কেভিপি): বর্তমানে কেভিপিতে দেওয়া হচ্ছে 7 শতাংশ সুদ। এতে বিনিয়োগ করলে 123 মাসেই দ্বিগুণ হবে টাকা। ফলে আমানতকারীদের মধ্যে খুবই জনপ্রিয় এই স্কিম।

পিপিএফ: পিপিএফের ক্ষেত্রে বছরে দেড় লাখ টাকা পর্যন্ত ছাড় রয়েছে আয়করে। 80C-তে এই ছাড় পান আমানতকারীরা। এই স্কিমে বছরে সুদ মেলে 7.1 শতাংশ। উল্লেখ্য, 15 বছরের জন্য এতে টাকা রাখতে হয় তাঁদের। বেসরকারি সংস্থায় কর্মরতদের একটা বড় অংশ পিপিএফে বিনিয়োগ পছন্দ করেন। কর ছাড়ের পাশাপাশি অবসরের পর বিশাল অঙ্কের টাকা হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় এতে টাকা রাখেন তাঁরা।

মানস্থি ইনকাম স্কিম: মানস্থি ইনকাম স্কিমে বছরে দেওয়া হচ্ছে 7.4 শতাংশ সুদ। অন্তত পাঁচ বছরের জন্য এই প্রকল্পে টাকা রাখতে হয় আমানতকারীকে। মাসে মাসে সুদের টাকা হাতে পান তিনি। তবে মেয়াদ শেষের আগে কোনভাবেই সেই টাকা তোলা যায় না।

ফিক্সড ডিপোজিট: ব্যাঙ্কের মতো পোস্ট অফিসেও ফিক্সড ডিপোজিট বা এফডির সুবিধা রয়েছে। চলতি অর্থবর্ষে তিন ও পাঁচ বছরের স্থায়ী আমানতের ক্ষেত্রে 7 ও 7.5 শতাংশ সুদ দেওয়ার কথা ঘোষণা করেছে পোস্ট অফিস কর্তৃপক্ষ।

You might also like!