Breaking News
 
School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে! RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়! Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে ফের অনিশ্চয়তা,বিচারপতির অব্যাহতিতে স্থগিত সুপ্রিম কোর্টে শুনানি! Narendra Modi: মোদির সফর ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরে, নিরাপত্তায় কড়াকড়ি, রাজনীতির উত্তাপ চরমে!

 

Business

1 year ago

Diwali 2023: দিওয়ালিতে মেগা উপহার, কর্মীদের দেওয়া হল রয়্যাল এনফিল্ড

Mega gift on Diwali, Royal Enfield given to employees
Mega gift on Diwali, Royal Enfield given to employees

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দীপাবলিতে কর্মীদের উপহার (Diwali gifts) দেওয়ার রীতি বহু কাল ধরেই প্রচলিত রয়েছে। কেউ মিষ্টি দেন কেউ বোনাস দেন কেউ আবার গিফট কুপনও দেন। কিন্তু কেউ কর্মীদের বাইকও দেন কি? তা হয়ত দেন না। শুনতে অবাক লাগলেও এই দীপাবলিতে কর্মীদের এমনই চমক দিল তামিলনাড়ুর এক চা প্রস্তুতকারক সংস্থা। কর্মীদের উপহার হিসেবে দেওয়া হল রয়্যাল এনফিল্ড বাইক (Royal Enfield bikes)। অপ্রত্যাশিত এই উপহার পেয়ে বেজায় খুশি কর্মীরা।

এই সংস্থার মালিক পি শিবকুমার ১৯০ একর চা বাগানের মালিক। এর আগেও তিনি কর্মীদের একাধিক উপহার দিয়েছেন। কিন্তু এই বছর সকলকে চমকে দিয়ে প্রত্যেক কর্মচারীকে ২ লক্ষ টাকারও বেশি মুল্যের বাইক উপহার দিয়েছেন। মালিক পি শিবকুমারের সঙ্গে কর্মীদের রাইডে যাওয়ার ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

জানা গিয়েছে, ওই চা বাগানে ৬২৭ জন কর্মী রয়েছেন। যদিও সকলকে বাইক উপহার দেয়নি সংস্থাটি। ম্যানেজার, সুপারভাইজার, স্টোরকিপার, ক্যাশিয়র, ড্রাইভার-সহ মোট ১৫ জন কর্মী যারা ২ বছর কিংবা তারও বেশি সময় ধরে এই সংস্থার সঙ্গে যুক্ত তাঁদের হাতেই তুলে দেওয়া হয়েছে বাইকের চাবি।

You might also like!