Business

1 year ago

Maggi: দশ টাকায় আবারো মিলবে ম্যাগি!

Nestle Maggie (File Picture)
Nestle Maggie (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নেস্টলে কোম্পানির নুডলসের মধ্যে ম্যাগি হল সর্বাধিক পরিচিত। ম্যাগিকে টেক্কা দিতে বাজারে প্রচুর ভিন্ন ধরণের নুডলস এলেও ম্যাগিকে পিছনে ফেলে এগিয়ে যেতে সবাই অপারগ। এর জনপ্রিয়তার মূল সুত্র হল এর বিজ্ঞাপন। ২ মিনিটেই তৈরি হয়ে যায় এই ম্যাগি। তবে এবার ম্যাগি প্রেমীদের জন্যে সুখবর নিয়ে হাজির এই সংস্থা। ১০ টাকায় নাকি আবারও মিলতে চলেছে এটি। এবার সংস্থার লক্ষ্য, ছোট শহরের বাজারগুলোকে আকর্ষনীয় দামে অধিকার করা। এই ইন্সটান্ট নুডলসের লক্ষ্য হল ছোট ছোট গ্রামে পৌঁছে যাওয়া।

You might also like!