Breaking News
 
School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে! RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়! Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে ফের অনিশ্চয়তা,বিচারপতির অব্যাহতিতে স্থগিত সুপ্রিম কোর্টে শুনানি! Narendra Modi: মোদির সফর ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরে, নিরাপত্তায় কড়াকড়ি, রাজনীতির উত্তাপ চরমে!

 

Business

1 year ago

Stocks in Diwali: কালীপুজোর মরসুমে চড়চড়িয়ে বাড়ছে মদের শেয়ারের দাম

Liquor stock prices are soaring during the Kalipuja season (File Picture)
Liquor stock prices are soaring during the Kalipuja season (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আলোর উৎসবে মেতে উঠতে ইতি মধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে গোটা দেশ। এদিকে অনেকেই আবার এই উৎসবের সময়কেই পছন্দের বিনিয়োগের সময় হিসাবে বেছে নেন। দিওয়ালির ১ ঘণ্টার মুহরত ট্রেডিংয়ের শুভক্ষণকে বিনিয়োগের মোক্ষম সময় হিসাবে বেছে নেন অনেকে। পুরনো স্টক বেচে নতুন স্টক কেনার দিকেও মন দেন অনেকে। এদিকে প্রতি বছরই উৎসবের আবহে গোটা দেশে মদের বিক্রি বহুগুণ বেড়ে যায়। শুধুমাত্র এবার দুর্গাপুজোতে বাংলায় বিক্রি হয়েছে প্রায় ৬০০ কোটির মদ। সামনেই কালীপুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, এই আবহে শেয়ার মার্কেট থেকে ভাল লাভ পেতে হলে অবশ্যই নজরে থাকতে পারে বেশ কিছু মদের শেয়ারে। 

নজর রাখতে পারেন United Spirits, Radico Khaitan, Sula Vineyards, Globus Spirits, Tilaknagar Industries এর শেয়ারে। United Spirits Ltd-এর বর্তমানে একটি শেয়ারের দাম ১ হাজার ৭০ টাকা। বিগত কয়েকদিন ধরেই এই শেয়ারের দামে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। শুধুমাত্র শুক্রবারই দাম বেড়েছে ১৩ টাকার উপরে। খানিক এগিয়ে রয়েছে Radico Khaitan এর শেয়ার। বর্তমানে এই সংস্থার একটি শেয়ারের দাম ১৩২০ টাকা। শুক্রবার একটি স্টকটির দাম বেড়েছে ৪০ টাকারও বেশি। 

পিছিয়ে নেই Sula Vineyards Ltd. বর্তমানে এই সংস্থার একটি শেয়ারের দাম ৪৭৫ টাকার উপরে। গত শুক্রবার শেয়ারটির দাম বেড়েছে ৬ টাকারও বেশি। অন্যদিকে শীর্ষ তালিকায় থাকা Globus Spirits এর বর্তমানে শেয়ার প্রতি দাম ৮৩০ টাকার বেশি। গত শুক্রবার মার্কেট বন্ধের দিন শেয়ারটির দাম বেড়েছে প্রায় ১৯ টাকা। দাম কিছুটা কম হলেও ভাল লাভ দিচ্ছে Tilaknagar Industries এর প্রতিটা স্টক। বর্তমানে এই সংস্থার এক একটি স্টকের দাম ২৩৯ টাকা। গত শুক্রবার একদিনে দাম বেড়েছে ২৫ টাকারও বেশি। 

You might also like!