Business

1 year ago

Elon Musk:এক ধাক্কায় এলন মাস্কের সম্পদ কমল 20 বিলিয়ন ডলার

Elon Musk
Elon Musk

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টেসলার শেয়ারের দরে ধাক্কার জেরে এক দিনে 20.3 বিলিয়ন মার্কিন ডলার সম্পত্তি কমেছে এই গাড়ি প্রস্তুতকারী সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসারের। সম্পত্তির পরিমাণে বড়সড় হ্রাসের ধাক্কা সত্ত্বেও এখনও বিশ্বের ধনকুবেরদের তালিকায় প্রথম স্থান নিজের দখলে রেখেছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন বিলাসবহুল পণ্যের প্রস্তুতকারক LMVH-এর চেয়ারম্যান বার্নার্ড আর্নল্ট।

একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, আচমকাই মার্কিন শেয়ার বাজারে টেসলা মোটরসের শেয়ারে ধস নামে। ফলে বড় অঙ্কের ক্ষতির সম্মুখীন হন বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী সংস্থার সিইও। এক ধাক্কায় এলন মাস্কের সম্পত্তি 20 বিলিয়নেরও বেশি হ্রাসপ্রাপ্ত হয়। সূত্রের খবর, গাড়ি প্রস্তুতকারী সংস্থাটিকে পরবর্তী সময়েও তার বৈদ্যুতিক যানবাহনের দাম কমিয়ে রাখতে হতে পারে। এর ফলে সংস্থাটির শেয়ারগুলির দরে আরও বড় ধসের আশঙ্কা করছেন বিশেষজ্ঞদের একাংশ। শেয়ারে পতনের জেরে আগামী দিনে আরও কমতে পারে এলন মাস্কের সম্পদের পরিমাণ।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইন্ডেক্স অনুযায়ী, বর্তমানে মোট 234 বিলিয়ন মার্কিন ডলারের সম্পত্তি রয়েছে এই ব্যবসায়ীর। সেজন্য বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন ফ্রান্সের সংস্থা LMVH-এর চেয়ারম্যান বার্নার্ড আর্নল্ট। তাঁর মোট সম্পত্তির পরিমাণ 201 বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ, বিশ্বের প্রথম ও দ্বিতীয় ধনীতম ব্যক্তির মধ্যে সম্পত্তির পরিমাণের মোট ব্যবধান প্রায় 33 বিলিয়ন মার্কিন ডলারের। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, টেসলার শেয়ারে বর্তমানে যে হারে পতন লক্ষ্যণীয় হচ্ছে, এই ব্যবধান এলন মাস্কের পক্ষে ধরে রাখা আগামী দিনে বেশ কঠিন হতে চলেছে। প্রসঙ্গত, এলন মাস্ক টেসলা ছাড়াও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারেরও মালিক। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি অধিগ্রহণের পর থেকে এখনও সংস্থাটিকে লাভজনক অবস্থায় নিয়ে আসতে পারেননি তিনি।

 মার্কিন শেয়ার বাজারের সূচক ন্যাসডাক কম্পোজিট প্রায় 2.05 শতাংশ অথবা 294.71 পয়েন্ট হ্রাস পায়। টেসলা ছাড়াও মাইক্রোসফট-সহ আরও একাধিক সংস্থার শেয়ারের দরে পতন লক্ষ্য করা গিয়েছে। শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন জেফ বেজোস। অ্যামাজনের এক্সিকিউটিভ চেয়ারম্যানের সম্পদের পরিমাণ কমেছে প্রায় 5.32 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ 155 বিলিয়ন মার্কিন ডলার। এই তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন বিল গেটস (138 বিলিয়ন মার্কিন ডলার) এবং ল্যারি এলিসন (131 বিলিয়ন মার্কিন ডলার)। তালিকায় অষ্টম স্থানে রয়েছেন মেটার সিইও মার্ক জুকেরবার্গ। বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ 110 বিলিয়ন মার্কিন ডলার। ধনকুবেরদের তালিকায় একাদশ স্থানে রয়েছেন মুকেশ আম্বানি। তাঁর সম্পদের পরিমাণ 99.5 বিলিয়ন মার্কিন ডলার।

You might also like!