Business

9 months ago

IBM layoffs: সাত মিনিটের মিটিং-এ ঘোষণা, বিপণন ও যোগাযোগ বিভাগে বহু কর্মী ছাঁটাই IBM-এ

IBM layoffs
IBM layoffs

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ একাধিক বিভাগে ছাঁটাইয়ের ঘোষণা করল তথ্যপ্রযুক্তি সংস্থা IBM। CNBC-এর একটি রিপোর্টে বলা হয়, IBM-এর চিফ কমিউনিকেশন অফিসার জোনাথন আদাশেক সাত মিনিটের একটি মিটিং-এ এই ছাঁটাইপর্বের ঘোষণা করেন। যা নিয়ে আগে থেকে কোনও তথ্য ছিল না কারও কাছে।

ঠিক কতজন কর্মীকে ছাঁটাই করা হয়েছে, সেই সংখ্যাটা স্পষ্টভাবে জানা যায়নি। রিপোর্টে শুধু বলা হয়েছে, সংস্থার বিপণন ও যোগাযোগ বিভাগের বহু কর্মীর ওপরে ছাঁটাইয়ের কোপের কথা।

যদিও, গোটা বিষয়টি নিয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছে আইবিএম। এখনও সংস্থার পক্ষ থেকে কোনও বিবৃতিও দেওয়া হয়নিউল্লেখ্য, এর আগে, কোম্পানির সিইও অরবিন্দ কৃষ্ণ বলেছিলেন যে, যে কাজগুলির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর ওপর নির্ভর করার ব্যাপারে আত্মবিশ্বাসী তাঁরা, সেই পদগুলিতে অচিরেই বন্ধ হতে চলেছে নিয়োগপ্রক্রিয়া। সংস্থার এইচআর বিভাগেও নিয়োগপ্রক্রিয়া ধীরে করার নির্দেশ দিয়েছিলেন তিনি। আগামী ৫ বছরের মধ্যে এই পদগুলির মধ্যে ৩০ শতাংশ যে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সহজেই প্রতিস্থাপিত করা যাবে, সেই বিষয়টিও খোলসা করেছিলেন তিনি।

You might also like!