Business

1 year ago

Gold And Silver Price: লাগামছাড়া সোনা-রুপোর দাম , জেনে নিন আজকের দর

Gold And Silver Price
Gold And Silver Price

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এখন ভরপুর বিয়ের মরসুম চলছে। কিন্তু আজ যদি সোনা কেনার প্ল্যান থাকে, তার আগে একটি বার দেখে যান আজকের সোনা রুপোর দর।

রবিবার কিন্তু লাফিয়ে বেড়েছে সোনার দাম। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম বেড়েছে ৭৫০ টাকা। এর নিরিখে এই পরিমাণ সোনার নতুন দাম দাঁড়িয়েছে, ৫৮,৪৫০ টাকা।

অন্যদিকে, রবিবার ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ও বেড়েছে ৮১০ টাকা। এই পরিমাণ সোনার নতুন দাম ৬৩,৭৬০ টাকা।

এদিন রুপোর দামও কার্যত আগুন , এক কেজি রুপোর বাটের দাম বেড়েছে ১০০০ টাকা। অর্থাৎ এই পরিমাণ রুপোর আজকের দর ৮০,৫০০ টাকা।

You might also like!