Business

8 months ago

gold and silver price:অক্ষয় তৃতীয়ায় কমলো সোনার দর, বাড়লো রুপোর দাম

gold and silver price
gold and silver price

 

কলকাতা, ১০ মে: শুক্রবার অক্ষয় তৃতীয়া। এই শুভ তিথিতে রয়েছে সোনা কেনার চল। এই বিশেষ দিনে আরও কিছুটা সস্তা হল সোনা। তবে এদিন সামান্য বেড়েছে রুপোর দাম।

শুক্রবার ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬ হাজার ১৪০ টাকা। বৃহস্পতিবারের তুলনায় ১০ টাকা দাম কমেছে। ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭২ হাজার ১৫০ টাকা। বৃহস্পতিবারের তুলনায় ১০ টাকা কমেছে দাম। ১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম পড়বে ৫৪ হাজার ১১০ টাকা। বৃহস্পতিবারের তুলনায় এটারও ১০ টাকা দাম কমেছে।

তবে এদিন সোনার দাম কমলেও, রুপোর দাম সামান্য বেড়েছে। ১ কেজি রুপোর দাম হয়েছে ৮৫ হাজার ৩০০ টাকা। বৃহস্পতিবারের তুলনায় ১০০ টাকা দাম বেড়েছে এদিন।


You might also like!