Business

1 year ago

Cylinder price:বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ল অনেকটাই, দিল্লিতে মূল্যবৃদ্ধির পর ১,৭৮০ টাকা

Cylinder price
Cylinder price

 

নয়াদিল্লি, ৪ জুলাই : বাণিজ্যিক সিলিন্ডারের দাম একধাক্কায় অনেকটাই বাড়ল। তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সিলিন্ডার প্রতি ৭ টাকা বাড়িয়েছে। এই মূল্যবৃদ্ধি ফলে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১,৭৮০ টাকা। আগে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১,৭৭৩ টাকা। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়লেও, গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।

মঙ্গলবার থেকেই ১৯ কেজি ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ৭ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তেল বিপণন সংস্থাগুলি। এর আগে গত মাসে হোটেলে রান্নার জন্য ব্যবহৃত বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৮৩.৫০ টাকা কমেছিল জুন মাসে। এই মাসে তা আবার কিঞ্চিত বাড়ানো হল। বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই দম পরিবর্তন করা হয়েছে বলে জানা গিয়েছে। কলকাতায় মঙ্গলবার থেকে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হল ১৮৮২.৫০ টাকা। গতমাসে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে হয়েছিল ১৮৭৫.৫০ টাকা।



You might also like!