Business

1 year ago

ব্যাঙ্কিং আর্থিক লেনদেনের বাইরে সুশাসন ও উন্নত সেবার মাধ্যম হয়ে উঠেছে : প্রধানমন্ত্রী মোদী

Narendra Modi on Banking Service
Narendra Modi on Banking Service

 


নয়াদিল্লি, ১৬ অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ৭৫টি ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট দেশকে উত্সর্গ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ব্যাঙ্কিং এখন আর্থিক লেনদেনের বাইরে গিয়ে সুশাসন ও উন্নত সেবা প্রদানের মাধ্যম হয়ে উঠেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) গভর্নর শক্তিকান্ত দাসও ভার্চুয়াল মোডের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


বিগত সরকারের উত্তরাধিকার এবং তার সরকারের অর্জনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা ২০১৪ সালে এই খাতটিকে 'ফোন ব্যাঙ্কিং' থেকে 'ডিজিটাল ব্যাঙ্কিং'-এ রূপান্তরিত করেছি। এর আগে ব্যাংকগুলোকে ফোন করে নির্দেশ দেওয়া হয়েছিল, এতে লাখ লাখ লোকসান হয়েছে, কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। আমরা সরকারে আসার পর এনপিএ (নন-পারফর্মিং অ্যাসেট) চিহ্নিত করেছি, ব্যাঙ্কে অর্থ পুনঃবিনিয়োগ করেছি এবং একটি স্বচ্ছ ব্যবস্থা স্থাপন করেছি। কেন্দ্রীয় বাজেটে ঘোষিত স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজ দেশের ৭৫টি জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিট স্থাপনের ঘোষণা সম্পন্ন হয়েছে। এই উপলক্ষে, প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বলেন, ভারতের সরাসরি সুবিধা স্থানান্তর (ডিবিটি) প্রকল্প আজ সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। এটিকে বৈশ্বিক মডেল হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এই ব্যবস্থাকে 'লজিস্টিক্যাল বিস্ময়' বলে বর্ণনা করেছে।


ডিবিইউ সম্পর্কে তিনি বলেন, এটি আরও আর্থিক অন্তর্ভুক্তি করবে এবং নাগরিকদের জন্য ব্যাঙ্কিং অভিজ্ঞতা বাড়াবে। কেন্দ্রীয় বাজেট ২০২২-২৩ এর অংশ হিসাবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারতের স্বাধীনতার ৭৫ বছর স্মরণে দেশের যতগুলি জেলায় ৭৫টি ডিবিইউ স্থাপনের ঘোষণা করেছিলেন। দেশের প্রতিটি প্রান্তে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের সুবিধা পৌঁছে দেওয়ার জন্য ডিবিইউগুলি স্থাপন করা হচ্ছে। সরকারি খাতের এগারোটি ব্যাংক, বেসরকারি খাতের ১২টি এবং একটি ক্ষুদ্র আর্থিক ব্যাংক এই প্রচেষ্টায় অংশ নিচ্ছে।

You might also like!