দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবাজারে কার্যত সোনার দামে বিকোচ্ছ কিছু কিছু সবজি। এবার টম্যাটো বেচে কোটিপতি মহারাষ্ট্রের এক ব্যবসায়ী। পুণের তুকারাম ভাগোজি গয়াকার নামে ওই ব্যক্তির ১৮ একর জমি রয়েছে। যার মধ্যে ১২ একর জমিতে তিনি টম্যাটো চাষ করেছিলেন। এদিকে সবজির দাম বাড়তেই সেই টম্যাটো বিক্রি করে রাতারাতি কোটিপতি ওই ব্যবসায়ী।
তথ্য বলছে, টম্যাটোর দাম বিগত এক মাসে তিনশো শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও এভাবে চলতে থাকলে আগামী কয়েকদিনের মধ্যে আরও বাড়তে পারে এই সবজির দাম। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ৩০০ টাকা হতে পারে টম্যাটোর দাম।