দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইউপিআই অটো ডেবিট লেনদেনের ক্ষেত্রে বড় পরিবর্তন আনল আরবিআই। জানা গিয়েছে, অটো পেমেন্টের ক্ষেত্রে এবার এক লাখ টাকা পর্যন্ত লেনদেনে কোনও ওটিপি লাগবে না। এর আগে ১৫ হাজার টাকা পর্যন্ত অটো পেমেন্টের জন্য ওটিপি লাগত না। তবে নতুন এই সীমা শুধুমাত্র মিউচুয়াল ফান্ড সাবস্ক্রিপশন, বীমা প্রিমিয়াম সাবস্ক্রিপশন এবং ক্রেডিট কার্ড পরিশোধের জন্য প্রযোজ্য হবে।
এদিকে দু'দিন আগেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস জানান, শিক্ষা প্রতিষ্ঠান বা স্বাস্থ্য পরিষেবা প্রতিষ্ঠানে (হসপাতাল, নার্সিং হোম ইত্যাদি) এবার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত পেমেন্ট করা যাবে ইউপিআই মাধ্যমে। শক্তিান্ত দাস জানান, মনেটারি পলিসি কমিটির বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব পেশ করা হয়েছিল। এবং কমিটির বৈঠকে তা গৃহীত হয়েছে।
উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে ভারতে ইউপিআই পেমেন্টের মাত্রা বেড়েছে লাফিয়ে লাফিয়ে। স্মার্ট ফোন ব্যবহারকারীর বৃদ্ধি এবং ডিজিটাল ইন্ডিয়ার প্রচারের সাফল্যে এখন প্রায় সর্বত্রই ইউপিআই-এর মাধ্যমে টাকা গ্রহণ করা হয়। শপিং মল হোক কি বাজারের মাছ বিক্রেতা বা মুদি দোকান, সব জায়গায় ইউপিআই-এর মাধ্যমে টাকা লেনদেন হয়। এতদিন ইউপিআই-এর মাধ্যমে একদিনে সর্বোচ্চ লেনদেনের মাত্রা অবশ্য ছিল ১ লাখ টাকা। তবে এই দুই বিশেষ ক্ষেত্রে সর্বোচ্চ সীমা বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হল।