Business

1 year ago

Bank Holidays 2024 : জানুয়ারি মাসে ১৬ দিন ব্যাঙ্ক বন্ধ! জেনে নিন পুরো তালিকা

Bank Holydays 2024 (Symbolic Picture)
Bank Holydays 2024 (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নতুন বছর শুরু হতে আর মাত্র কটা দিনের অপেক্ষা। নতুন বছরে RBI ব্যাঙ্কের ছুটির তালিকা আপডেট করেছে। বছরের প্রথম মাসে, জানুয়ারিতে মোট ১৬ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ফলে যাদের ব্যাঙ্কে যেতে হবে তারা অবশ্যই একবার ব্যাঙ্কের এই ছুটির তালিকা দেখে নিন। চেক করতে হবে। যাইহোক, ব্যাঙ্ক গ্রাহকদের জন্য এটি জানা গুরুত্বপূর্ণ যে যে দিনগুলিতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে, মোবাইল ব্যাঙ্কিং, ইউপিআই এবং ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মতো ডিজিটাল পরিষেবাগুলি কোনও বাধা ছাড়াই চলতে থাকবে৷

জানুয়ারি মাসে সাধারণত ৪টি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার-সহ মোট ৬টি রয়েছে। এছাড়া প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২৬ জানুয়ারি বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি। মকর সংক্রান্তি ১৪ জানুয়ারি ব্যাঙ্ক বন্ধ থাকবে। এগুলি জাতীয় ছুটি। এছাড়া অনেক রাজ্যে কিছু উৎসব রাষ্ট্রীয় নির্দিষ্ট। ওই দিনগুলি ওই রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। আরবিআই ব্যাঙ্ক ছুটির দিনগুলিকে তিনটি বিভাগে ভাগ করেছে। যার মধ্যে রয়েছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের অধীনে ছুটি, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট হলিডে এবং ব্যাঙ্ক ক্লোজিং অ্যাকাউন্ট। 

নতুন বছরের প্রথম মাসে এই দিন গুলিতে ছুটি থাকতে চলেছে- 

১) নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি। ২)নবরবর্ষ উপলক্ষে ২ জানুয়ারিও ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৩) ৭ জানুয়ারি রবিবার সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৪) ১১ জানুয়ারি বৃহস্পতিবার মিজোরামে মিশনারি ডে পালিত হবে। ৫) ১৩ জানুয়ারি দ্বিতীয় শনিবার সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৬) আগামী ১৪ জানুয়ারি রবিবার সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৭) ১৫ জানুয়ারী, সোমবার মকর সংক্রান্তি উৎসব/পোঙ্গল/মাঘ বিহু উপলক্ষে বেঙ্গালুরু, চেন্নাই, গ্যাংটক, গুয়াহাটি, হায়দরাবাদ, অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ৮) তিরুভাল্লুভার দিবস উপলক্ষে ১৬ জানুয়ারি, মঙ্গলবার চেন্নাইয়ে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ৯) উঝাভার থিরুনাল উপলক্ষে ১৭ জানুয়ারী বুধবার চেন্নাইয়ে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ১০) ২১ জানুয়ারি রবিবার সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১১) ২২ জানুয়ারি, সোমবার ইমইনু ইরাতপা উপলক্ষে ইম্ফলে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ১২) গান এবং নাচ উপলক্ষে ২৩ জানুয়ারি, মঙ্গলবার ইম্ফলে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ১৩) মহম্মদ হজরত আলির জন্মদিন উপলক্ষে ২৫ জানুয়ারি, বৃহস্পতিবার চেন্নাই, কানপুর এবং লখনউয়ে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ১৪) প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২৬ জানুয়ারি, শুক্রবার সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৫) ২৭ জানুয়ারি দ্বিতীয় শনিবার সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৬) ২৮ জানুয়ারি, রবিবার সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

উপরিউক্ত দিনগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকলেও এটিএম পরিষেবা ও ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা অব্যাহত থাকবে।

You might also like!